ইউভান। গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। ইনি আর কেউ নন, রাজশ্রীর প্রথম ছেলে। সেদিন এই একরত্তি ছেলে দুজনের ভালোবাসার প্রতীক হয়ে ঘর আলো করে আসে। এই একরত্তিকে পেয়ে বাবা মা পুরোনো সব দুঃখ ভুলে গিয়েছিলেন। ছেলের ভালো নাম ইউভান হলেও মা বাবা আর ঠাকুমা ভালোবেসে ডাকেন সিম্বা। ছোট্ট সিম্বাকে নিয়ে নতুন বাবা মায়ের দিন রাত কেটে যায়। এখন এদের ইন্সটাগ্রাম খুললে শুধু রাজ শুভশ্রী নয় ছেলে ইউভানই রাজ করছে। এই একরত্তির এখন থেকে সে মস্ত বড় সেলেব। তার নামেই খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নানান পেজ। এখন থেকেই চক্রবর্তী বাড়িতে রাজ করা শুরু করে দিয়েছে এই ছেলে।
সম্প্রতি গত মাসেই ছেলের সাড়ে পাঁচ মাসেই ইউভানের মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়৷ আর এই অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন হয় হালিশহরের এক বিশালবহুল বাংলোতে। দাদুর হাতে প্রথম মুখে ভাত খেল ছোট্ট ইউভান। শুভশ্রীর বাবা, দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কচি কলাপাতা আর হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতিতে পড়ে বসে হাসি খুশিতে ভালো ছেলের মতো দাদুর হাত দিয়ে ভাত মুখে দিল ইউভান। মা, বাবা, মাসি, ঠাকুমা, পিসি, আর দিদিদের তরফ থেকে নিলেন আশীর্বাদ।
দেখতে দেখতে ছোট্ট ইউভান অনেকটা বড় হয়ে গিয়েছে। সম্প্রতি ইউভান ছ’মাস পূর্ণ করলো। এই দিন বাবা মায়ের সাথে ছ’মাসের জন্মদিন উদযাপন করলো ছোট্ট ইউভান। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন মাম্মা শুভশ্রী। ছমাসের জন্মদিনে তাই হাফ শেপের একটি সুন্দর ডিজাইন করা আকাশি কেক কাটলো ইউভান। কেকের ওপর চিনি ক্রিম দিয়ে হাতি, জিরাফ সাথে স্টার, প্যারাশ্যুট ডিজাইন করে লেখা আছে, ইউভান’স হাফ বার্থডে। ইউভান এদিন সাদা জামা আর হাফ প্যান্ট পড়ে ছোট্ট হাত দিয়ে সেটা ছুঁতে চাইছে।
এই ছমাসে ইউভান অনেকটাই বড় হয়ে গিয়েছে। প্রতিটি বাচ্চার মতো ইউভান ও এই বয়সে নিজের ছোট ছোট পা দিয়ে হামাগুড়ি দিতে শিখে গিয়েছে। শুভশ্রী ছেলের নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে থাকেন। ইউভানের এই ছ’মাসের জার্নির নানান মুহূর্ত ধরা পড়েছে আমাদের কাছে। এবার মাম্মা শুভশ্রী ছেলের হামাগুড়ির মুহূর্ত শেয়ার করলেন। ইউভান একটি মেঝেতে হামাগুড়ি দিয়ে নানান খেলনা দিয়ে খেলছে। ব্যকগ্রাউন্ডে গান বেজে উঠলো, বরফি সিনেমার গান “আঁধি আঁধি বাত লে আজা দিল কি ইয়ে জামিন”। এরপর এই ভিডিও শেয়ার হতে নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।
View this post on Instagram