Hoop PlusTollywood

Subhashree Ganguly: বন্ধ লিফট থেকে গরমাগরম ছবি শেয়ার করলেন শুভশ্রী

সারা বছরই পার্টি করতে পছন্দ করেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ফিল্মি পার্টি ছাড়াও রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও ঘনিষ্ঠ বন্ধুদের সাথে নাইট ক্লাবে পার্টি করতে দেখা গিয়েছে তাঁকে। বর্ষশেষও অবশ্যই বাদ যাবে না। কিন্তু 31 শে ডিসেম্বরের আগেই ফেস্টিভ মুডে ধরা দিলেন শুভশ্রী। নিজের কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি।

শুভশ্রীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে রাস্ট রেড রঙের ফুলস্লিভ গাউন। গাউন জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। গাউনটি ডিপ নেক না হলেও নেকলাইনের কিছুটা অংশ অবশ্যই ট্রান্সপারেন্ট। একই রঙের সিকুইনের কারুকার্য গাউনটিকে গর্জাস করে তুলেছে। এটি একটি বডিকন গাউন। এই পোশাকের সাথে শুভশ্রীর মেকআপ গ্লসি। ঠোঁটে রয়েছে রাস্ট রেড রঙের লিপস্টিক। চুল ওয়েভি সেটিং করে খোলা রয়েছে। কানে রয়েছে স্টোন স্টাডেড শ‍্যান্ডেলিয়র ইয়ারিং। পায়ে রয়েছে কালো রঙের স্টিলেটো। একটি লিফটের ভিতর ছবি তুলেছেন শুভশ্রী। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, এটি উজ্জ্বল হয়ে ওঠার সময়। তার সাথে তিনি জুড়েছেন সোনালি তারার ইমোজি।

চলতি বছরে শুভশ্রী অভিনীত একের পর এক ফিল্ম মুক্তি পেয়েছে। এর মধ্যে দুটি ফিল্ম পরিচালনা করেছেন রাজ। এই দুটি ফিল্ম করোনা অতিমারীর কারণে দেরিতে মুক্তি পেল। একটির নাম ‘হাবজি গাবজি’। শিশুদের মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি এই ফিল্মে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। অপরটি হল ‘ধর্মযুদ্ধ’। ধর্মীয় সমস্যার ভালোবাসার কাহিনী নিয়ে তৈরি ‘ধর্মযুদ্ধ’-এ শুভশ্রীকে দেখা গিয়েছে নো মেকআপ লুকে। ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradip Dasgupta) পরিচালিত ফিল্ম ‘বিসমিল্লাহ’-য় শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Ridhdhi Sen)। এই ফিল্মটি রিলিজ হতেই বিতর্কিত হয়েছিল।

এছাড়াও পুজোর মুখে মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ফিল্ম ‘বৌদি ক্যান্টিন’। এই ফিল্মে আবারও দেখা গিয়েছে শুভশ্রী-পরমব্রত জুটিকে। এতগুলি ফিল্ম রিলিজ করলেও কোনোটাই বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। আগামী বছর জানুয়ারি মাসে রিলিজ করতে চলেছে ‘ডক্টর বক্সী’। এই ফিল্মে শুভশ্রীকে দেখা যাবে লেখিকার ভূমিকায়। নামভূমিকায় অভিনয় করছেন পরমব্রত। রয়েছেন বনি সেনগুপ্ত (Bony Sengupta)-ও। ওটিটিতে রিলিজ করবে ‘ইন্দুবালা’। এই ফিল্মে শুভশ্রীকে দেখা যাবে এক বৃদ্ধার চরিত্রে।

Related Articles