Hoop Life

মুখের কালো দাগ দূর করুন তিনটি প্রাকৃতিক উপায়ে

মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে ঘরোয়া কয়েকটি উপাদান। সূর্যের তীব্র আলো হয়ে অনেক সময় ত্বকের ওপরে কালো দাগ বা সান ট্যান পড়ে যায়। এই সান ট্যান দূর করার জন্য কত বাজারচলতি ক্রিম আমরা ব্যবহার করে থাকি। সেগুলি স্বাস্থ্যের জন্য এবং ত্বকের জন্য মোটেই ভালো নয়। এর থেকে রেহাই পেতে ব্যবহার করুন ঘরোয়া উপাদান।

প্রথমতঃ লেবুর রস ও মধু
এই দুটি উপাদান ব্যবহার করলে ত্বক কাঁচের মত ঝকঝকে হবে। নিয়মিত সকাল সন্ধ্যা লাগাতে পারেন।

দ্বিতীয়তঃ কাঁচা দুধ ও কফি
কাঁচা দুধের মধ্যে কফি মিশিয়ে ভালো করে মুখে মাখতে হবে। কফি ট্যান দূর করতে সাহায্য করে।

তৃতীয়তঃ ভিটামিন ই ক্যাপসুল
প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় লেবুর রসের সাথে নিয়মিত মেখে নিলে, মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে।

এই উপাদান গুলি ব্যাবহার করলে ত্বক হবে ঝলমলে।

Related Articles