whatsapp channel

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, সবচেয়ে বেশি প্রভাব পড়বে যে দুই রাজ্যে

একে তো করোনা পরিস্থিতি, তার জেরেই লকডাউন এবং তারপর একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হচ্ছে গোটা দেশ। প্রথমে আমফান তারপর নিসর্গ, এখনও পর্যন্ত সবশেষে নিভার কার্যত লন্ডভন্ড করে দিয়েছে তামিলনাড়ু…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

একে তো করোনা পরিস্থিতি, তার জেরেই লকডাউন এবং তারপর একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হচ্ছে গোটা দেশ। প্রথমে আমফান তারপর নিসর্গ, এখনও পর্যন্ত সবশেষে নিভার কার্যত লন্ডভন্ড করে দিয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে। আর এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি।

Advertisements

নিভার ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এখনও এক সপ্তাহ কাটেনি। তারমধ্যেই নতুন করে এক ঘূর্ণিঝড়ের ভ্রূকুটিতে কাঁপছে তামিলনাড়ু ও কেরল। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলেই এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। আগামিকাল, বুধবার শ্রীলঙ্কার উপকূল পার করবে এই ঘূর্ণিঝড় বুরেভি। আর তার প্রভাবেই দক্ষিণের দুই রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

সোমবার নিম্নচাপটি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব ও কন্যাকুমারীর ১০৯০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে। তার জেরেই দক্ষিণ তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেল্লি, থুটুকোডি, রামানাথপুরম-সহ একাধিক এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কেরলের দক্ষিণ দিকেও। তাই সব মিলিয়ে দক্ষিণের রাজ্যদুটি আতঙ্কে দিন কাটাচ্ছে, এমনটা বলাই যায়।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar