Hoop PlusTollywood

Sweta Bhattacharya: ইন্ডাস্ট্রির কাউকে বিশ্বাস করতে ভয় লাগে: শ্বেতা ভট্টাচার্য

জি বাংলার একসময়ের টপ সিরিয়াল ‘যমুনা ঢাকি’-র শুটিং শেষ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে শেষ সম্প্রচারও হয়ে যাবে। সিরিয়াল শেষ হতে না হতেই ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)-এর কাছে এসেছে দেব (Dev)-এর বিপরীতে অভিনয়ের সুযোগ। অভিজিৎ সেন (Abhijit Sen) পরিচালিত ফিল্ম ‘প্রজাপতি’-র মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসাবে ডেবিউ করতে চলেছেন শ্বেতা।

তবে শ্বেতা দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। অথচ তাঁর কোনো বন্ধু নেই। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তাঁর বন্ধু না থাকার অন্যতম কারণ হল বিশ্বাসভঙ্গ। বারবার বিশ্বাস করতে গিয়ে ঠকেছেন শ্বেতা। বন্ধুত্ব নিয়েও তাঁর অভিজ্ঞতা যথেষ্ট তিক্ত। এই কারণে ইন্ডাস্ট্রির মানুষের সাথে বন্ধুত্ব করতে ভরসা পান না শ্বেতা।

শ্বেতা ইন্ডাস্ট্রিতে এমন অনেক মানুষকে দেখেছেন যাঁরা তাঁর সামনে প্রশংসা করলেও আড়ালে তাঁকে নিয়ে কটুক্তি করেন, গসিপ ছড়ান। এমনও অনেকে রয়েছেন যাঁরা শ্বেতার সামনে ভালোবাসার অভিনয় করলেও তাঁদের স্বার্থে ঘা লাগলেই শ্বেতাকে অপছন্দ করতে শুরু করেছেন। তবে শ্বেতা একেবারেও বন্ধুহীন নন। ইন্ডাস্ট্রিতে তাঁর হাতেগোনা বন্ধুদের মধ্যে রয়েছেন সৌমিতা (Soumita), রাজা (Raja), শুভঙ্কর (Shubhankar)।

‘সিঁদুরখেলা’ সিরিয়ালের মাধ্যমে মূল চরিত্রে অভিনয় শুরু করেছিলেন শ্বেতা। এরপর ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ মোট সাতটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একাধিক ফিল্মে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা।

whatsapp logo