Hoop Fitness

Lifestyle: চোখে এই সমস্যা দেখলেই দ্রুত ডাক্তার দেখান, অন্যথায় হবে মারাত্মক ক্ষতি

মনের অসুখ যেমন আছে, ঠিক তেমনই আছে চোখের অসুখ। মন ছারখার হয়ে যায় অসুখে। একবার আয়না ভেঙে গেলে যেমন জোড়া লাগে না, তেমনই চোখের অসুখ একবার ধরা পড়লে এর শাস্তি আজীবন বয়ে বেড়াতে হবে। চোখের সমস্যা বা অসুখ নানান ধরনের হয়। আজ, আলোচ্য বিষয় হলো – কোলেস্টেরল ডায়াবেটিসের লক্ষণ।

প্রথমে জানি, কোলেস্টেরল কি? এটি হল যকৃত দ্বারা উৎপাদিত একধরনের চর্বি। এর কাজ হল – শরীরের হরমোন নিয়ন্ত্রণ করা। রক্ত থেকে টক্সিন জাতীয় উপাদানগুলি শুষে নিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কোলেস্টেরল। তাই, আমাদের উচিৎ, কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখা ।

বিশেষত, কোলেস্টেরল বেশিরভাগ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা দেয়। এটি প্রধানত, রক্ত সঞ্চালন বাধা সৃষ্টি করে। কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া মানে শরীরে নানান রোগের সঞ্চার হওয়া। সেই জন্যেই, এই রোগ নিঃশব্দ মরণঘাতী। এই যেমন, চোখের অসুখের অন্যতম কারণ হল খারাপ কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধি পাওয়া। গবেষণা বলছে, টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ৭০% পর্যন্ত মানুষের ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া আছে।

রেটিনার ক্ষতি বাড়িয়ে দেয় কোলেস্টেরল এর খারাপ দিক। এটি যখন রক্ত কোষে জমতে শুরু করে, তখনই শুরু হয় চোখের নানান সমস্যা। যেমন চোখ লাফানো, লাল হয়ে ফুলে যাওয়া, চোখে রিং রিং দেখা, চোখের মধ্যে এমন ফ্লোটার দৃশ্যমান হয়, এছাড়া কোলেস্টেরলের মাত্রা বাড়ালে আইরিশের পাশে সাদা, ধূসর বা নীল বলয় তৈরি হয়। সুতরাং, চোখে কোনো সমস্যা কিছুদিন ধরে দেখলে অবশ্যই ডাক্তার দেখান চোখের এবং একজন মেডিসিনের ডাক্তার দেখান।

Related Articles