whatsapp channel

TRP: গীতাকে সাইড করে জয়জয়কার ‘ফুলকি’র, জগদ্ধাত্রীর ঝুলিতে উঠল কত নম্বর!

সারা সপ্তাহ জুড়ে এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকেন দর্শকরা। কারণ গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন বাংলা সিরিয়ালগুলি দেখার পর এদিনই নির্ধারিত হয় ফলাফল। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকাতেও…

Nirajana Nag

Nirajana Nag

সারা সপ্তাহ জুড়ে এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকেন দর্শকরা। কারণ গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন বাংলা সিরিয়ালগুলি দেখার পর এদিনই নির্ধারিত হয় ফলাফল। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকাতেও দেখা যাচ্ছে একের পর এক চমক। তবে তালিকার প্রথম স্থানটি কোনো ভাবেই হাতছাড়া করে না ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহেও ৮.৫ টিআরপি নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। দ্বিতীয় স্থানে ৮.৩ টিআরপি নিয়ে জায়গা পেয়েছে ‘ফুলকি’। তিন নম্বরে রয়েছে স্টার জলসার ‘গীতা LLB’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.১। চার এবং পাঁচে রয়েছে যথাক্রমে ‘নিম ফুলের মধু’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৮ এবং ৭.৩।

ষষ্ঠ স্থানে রয়েছে স্টারের সিরিয়াল ‘কথা’। এই সিরিয়াল পেয়েছে ৭.২ পয়েন্ট। সাতে ৬.৯ নম্বর নিয়ে রয়েছে ‘সন্ধ্যাতারা’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। আট নম্বরে রয়েছে ‘জল থই থই ভালোবাসা’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। ৬.৬ নিয়ে নয় নম্বরে জায়গা পেয়েছে ‘তোমাদের রাণী’। আর দশম স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘লাভ বিয়ে আজকাল’। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৫। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) জগদ্ধাত্রী- ৮.৫

(২) ফুলকি- ৮.৩

(৩) গীতা LLB- ৮.১

(৪) নিম ফুলের মধু- ৭.৮

(৫) অনুরাগের ছোঁয়া- ৭.৩

(৬) কথা- ৭.২

(৭) কোন গোপনে মন ভেসেছে, সন্ধ্যাতারা- ৬.৯

(৮) জল থই থই ভালোবাসা- ৬.৭

(৯) তোমাদের রাণী- ৬.৬

(১০) কার কাছে কই মনের কথা, লাভ বিয়ে আজকাল- ৬.৫

(১১) তুমি আশেপাশে থাকলে- ৬.৩

(১২) হরগৌরী পাইস হোটেল- ৫.৮

(১৩) আলোর কোলে- ৫.২

(১৪) ইচ্ছে পুতুল- ৫.০

(১৫) রামপ্রসাদ- ৪.১

(১৬) মিঠিঝোরা- ৪.০

(১৭) মিলি- ৩.৪

(১৮) চিনি, মন দিতে চাই- ৩.২

(১৯) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩

(২০) বোঝেনা সে বোঝেনা- ১.৯

রিয়েলিটি শো

(১) দিদি নাম্বার ওয়ান- ৬.৫

(২) দাদাগিরি- ৫.৩

(৩) ঘরে ঘরে জি বাংলা- ১.৫

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই