whatsapp channel

সৌমিত্রর পর ফের মৃত্যু টলিউডে, চলে গেলেন জনপ্রিয় অভিনেতা!

একমাসও হয়নি চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন হয়েছে। ফের আরো এক নক্ষত্র পতন টলিউডে। রবিবার সকালে মারা গেলেন আরো এক অভিনেতা মনু মুখোপাধ্যায়। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল…

Avatar

HoopHaap Digital Media

একমাসও হয়নি চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন হয়েছে। ফের আরো এক নক্ষত্র পতন টলিউডে। রবিবার সকালে মারা গেলেন আরো এক অভিনেতা মনু মুখোপাধ্যায়। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত রোগ এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অবশেষে আজ সব লড়াই শেষ। চলে গেলেন অভিনেতা না ফেরার দেশে।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তারপর নিজের পড়াশোনা শেষ করে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। এছাড়া অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, সোনার খাঁচা, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান, দাদার কীর্তি সহ সহ একাধিক বাংলা ছবিতে।

এখানেই শেষ নয়। যতদিন সুস্থ ছিলেন ততদিন ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়। তিনি জীবাংলার বয়েই গেলো ধারাবাহিকে অভিনয় করেছেন,স্টার জলসার সংসার সুখের হয় রমণীর গুণে প্রমুখ ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media