Sealdah: বড়দিনেও নেই স্বস্তি, শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা
দিনের পর দিন ট্রেন বাতিলের খবর চোখে পড়ছে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায়। ট্রেন লাইনে কাজ সহ নানা কারণে সপ্তাহান্তে ট্রেন বাতিল যেন নিত্য ঘটনা হয়ে চলেছে হাওড়া ও শিয়ালদহ শাখায়। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনেই ট্রেন বাতিলের ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এবার বছরের শেষ সপ্তাহেও একই সিদ্ধান্ত নিচ্ছে রেল।
বড়দিনের আগেই ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেল সূত্রে জানা গেছে, আজ ও আগামীকাল অর্থাৎ ২৪ ও ২৫ শে ডিসেম্বর শিয়ালদহ নৈহাটি ও রানাঘাট শাখায় বাতিল হবে একাধিক ট্রেন। রেল লাইনে কাজের কারণে ৩৪ টি ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এই কারণে কলকাতায় মেট্রো চলাচল বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। একনজরে দেখে নিন শনিবার ও রবিবার কোন কোন ট্রেন বাতিল হয়েছে।
■ শনিবার
(১) আপ ৩১৮৪৩ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
(২) ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
(৩) আপ ৩১৯২৯ শিয়ালদহ-গেদে লোকাল
(৪) ডাউন গেদে-শিয়ালদহ লোকাল
(৫) আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
(৬) ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল
(৭) আপ ৩১৬২৯ শিয়ালদহ – রানাঘাট লোকাল
(৮) আপ ৩১৬৩১ শিয়ালদহ – রানাঘাট লোকাল
(৯) ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল
(১০) আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল
■ রবিবার
(১) আপ ৩১৮১১ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল
(২) আপ ৩১৮১৫ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল
(৩) ডাউন ৩১৮১২ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
(৪) ডাউন ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
(৫) আপ ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
(৬) আপ ৩১৫১৩ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
(৭) ডাউন ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল
(৮) ডাউন ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদহ লোকাল
(৯) আপ ৩১৬১১ শিয়ালদহ – রানাঘাট লোকাল
(১০) আপ ৩১৬১৫ শিয়ালদহ – রানাঘাট লোকাল
(১১) ডাউন ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদহ লোকাল
(১২) ডাউন ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল
(১৩) আপ ৩১৩১১ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
(১৪) আপ ৩১৩১৩ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
(১৫) আপ ৩১৩১৫ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
(১৬) ডাউন ৩১৩১৪ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল
(১৭) ডাউন ৩১৩১৬ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল
(১৮) ডাউন ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল
(১৯) আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল
REGULATION OF TRAINS IN SEALDAH DIVISION pic.twitter.com/RouflRqfI0
— Eastern Railway (@EasternRailway) December 23, 2022