Bengali SerialHoop Plus

TRP: বড়সড় পতন TRP-তে, টপারের আসন থেকে ছিটকে গেল ‘অনুরাগের ছোঁয়া’, প্রথম স্থানে কে!

পুজো সপ্তাহ কাটতেই ধ্বস নামল টিআরপিতে (TRP)। এক ধাক্কায় হুড়মুড়িয়ে নম্বর কমল সমস্ত বাংলা সিরিয়ালগুলির। বিশেষ করে প্রথম স্থানে এমন এক চমক দেখা গিয়েছে যার জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরাও। এতদিনের টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ চলতি সপ্তাহে এক লাফে নেমে এসেছে সোজা পঞ্চম স্থানে। প্রাপ্ত নম্বরও তথৈবচ। সেরার সিংহাসন গিয়েছে ‘জগদ্ধাত্রী’র দখলে। যদিও বেঙ্গল টপারেরও অবস্থা সঙ্গীন। মাত্র ৬.৭ নম্বর জুটেছে জগদ্ধাত্রীর কপালে। দ্বিতীয় থেকে চতুর্থ স্থান পর্যন্ত এক টানা দখল করে রেখেছে জি বাংলা। এই স্থানগুলি পরপর দখল করেছে ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’ এবং ‘কার কাছে কই মনের কথা’। যথাক্রমে ৬.৫, ৬.৪ এবং ৬.৩ নম্বর পেয়েছে ধারাবাহিক গুলি।

কিন্তু এমন অঘটন ঘটল কী করে? নম্বরের এমন হাল হওয়ারই বা কারণ কী? আসলে পুজো এবং চলতি ক্রিকেট বিশ্বকাপ, এই দুইয়ের জোড়া ধাক্কায় টালমাটাল অবস্থা বাংলা সিরিয়ালের। বিশেষত রাতের সময় অর্থাৎ নটা-সাড়ে নটার স্লটগুলিতেই নম্বর কমার বিষয়টা আরো স্পষ্ট। ছয় নম্বরে জায়গা পেয়েছে ‘লভ বিয়ে আজকাল’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। পিছিয়ে পড়েছে ‘রাঙা বউ’ও। ৫.৩ নম্বর নিয়ে সপ্তম স্থানে একসঙ্গে জায়গা করেছে ‘রাঙা বউ’, ‘তুঁতে’, ‘সন্ধ্যাতারা’ এবং ‘জল থই থই ভালোবাসা’। তারপরেই ৫.১ নম্বর পেয়ে আট নম্বরে উঠে এসেছে ‘ইচ্ছে পুতুল’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’। নয় এবং দশে রয়েছে যথাক্রমে ‘তোমাদের রাণী’ এবং ‘বাংলা মিডিয়াম’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) জগদ্ধাত্রী- ৬.৭

(২) নিম ফুলের মধু- ৬.৫

(৩) ফুলকি- ৬.৪

(৪) কার কাছে কই মনের কথা- ৬.৩

(৫) অনুরাগের ছোঁয়া- ৬.২

(৬) লভ বিয়ে আজকাল- ৫.৭

(৭) রাঙা বউ, সন্ধ্যাতারা, তুঁতে, জল থই থই ভালোবাসা- ৫.৩

(৮) ইচ্ছে পুতুল, হরগৌরী পাইস হোটেল- ৫.১

(৯) তোমাদের রাণী- ৫.০

(১০) বাংলা মিডিয়াম- ৪.৮

(১১) মিলি- ৪.৬

(১২) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৫

(১৩) খেলনা বাড়ি- ৩.৯

(১৪) রামপ্রসাদ- ৩.৬

(১৫) গৌরী এলো- ৩.২

(১৬) মন দিতে চাই- ২.৯

(১৭) গাঁটছড়া- ২.৮

(১৮) শ্রীকৃষ্ণ লীলা- ২.৪

(১৯) বোঝেনা সে বোঝেনা- ২.০

রিয়েলিটি শো

(১) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.৩

(২) দাদাগিরি- ৪.৬

(৩) দিদি নাম্বার ওয়ান- ৪.১

(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.২