টলিউডে বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে অনায়াসেই নজর কেড়েছেন তুহিনা দাস (Tuhina Das)। গড়পড়তা নায়িকাসুলভ চেহারার তুলনায় সামান্য আলাদা তুহিনা। অভিনয়ের ক্ষেত্রে তাঁর চরিত্রের গুরুত্ব তুহিনাকে আকৃষ্ট করে। ফলে একের পর এক ফিল্মে অভিনয় করেন না তিনি। কিন্তু কম সংখ্যক হলেও তাঁর অভিনীত প্রতিটি ফিল্ম সুপারহিট। তবে তুহিনা অভিনীত ‘দময়ন্তী’ চরিত্রটি পেয়েছে অন্য মাত্রা।
যথেষ্ট বাছাই করে কাজ করেন তুহিনা। তবে শুটিংয়ের ফাঁকে একটু অবসর পেলেই বেরিয়ে পড়েন সমুদ্রের টানে। নীল নির্জনে সময় কাটাতে ভালো লাগে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ তুহিনা। প্রায়ই বিভিন্ন ধরনের পোশাকে ছবি শেয়ার করেন তিনি। প্রাচ্য, পাশ্চাত্য, ফিউশন সব ধরনের পোশাকেই সমান সাবলীল তুহিনা। দেড় বছর ধরে টেলিভিশনে অভিনয় করেছেন তুহিনা। পাশাপাশি করেছেন মডেলিং। কিন্তু বড় পর্দাই বরাবরের পাখির চোখ তুহিনার। তিনি ফিল্মে অভিনয় করতে চেয়েছিলেন।
View this post on Instagram
অপর্ণা সেন (Aparna Sen) নির্মিত ফিল্ম ‘ঘরে বাইরে আজ’-এর মাধ্যমে টলিউডে ডেবিউ করেছিলেন তুহিনা। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত (Jissu U Sengupta) ও অনির্বাণ ভট্টাচার্য (Aniban Bhattacharya)। কিন্তু তাঁদের সাথে পাল্লা দিয়ে বৃন্দার চরিত্রে অভিনয় করেছিলেন তুহিনা। অভিনয় করেছেন অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত ‘আসছে আবার শবর’-এ। থিয়েটারের মঞ্চেও তুহিনা অনবদ্য। কৌশিক সেন (Koushik Sen)-এর থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন তিনি।
চলতি বছর মুক্তি পেয়েছে তুহিনা অভিনীত ফিল্ম ‘অপরাজিতা’। এছাড়াও সৃজিত মুখার্জী (Srijit Mukherjee), কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly)-দের মতো টলিউডের প্রথম সারির পরিচালকদের পছন্দের তালিকায় রয়েছেন তুহিনা। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও।
View this post on Instagram