whatsapp channel

১১ হাজারেরও কমে পাবেন সবচেয়ে সস্তায় স্কুটার, আকর্ষণীয় অফার TVS কোম্পানির

পুজোর মরশুমে জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা টিভিএস তাদের কয়েকটি স্কুটির ওপর বেশ আকর্ষনীয় ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। এই অফারে গ্রাহকরা কিছু টিভিএস স্কুটির ওপর ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও সেই সাথে…

Avatar

HoopHaap Digital Media

পুজোর মরশুমে জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা টিভিএস তাদের কয়েকটি স্কুটির ওপর বেশ আকর্ষনীয় ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। এই অফারে গ্রাহকরা কিছু টিভিএস স্কুটির ওপর ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও সেই সাথে মাসিক সাধ্যমত মূল্যের কিস্তি বা EMI অপশন পাবেন। এই অফারে টিভিএস এর Jupiter, Pep Plus, Zest 110 এবং প্রিমিয়াম ntorq 125 এর ওপর ভারী ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও স্কুটি গুলি পেটিএম বা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কিনলে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই পুজোর মরশুমের অফারে টিভিএস এর যেকোনো স্কুটি গ্রাহকরা মাত্র ১০৯০০ টাকার ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন। তারপরেও মাসিক সহজ কিস্তিতে খুব সহজেই স্কুটির দাম মিটিয়ে দিতে পারবেন গ্রাহকরা। Jupitar স্কুটির ক্ষেত্রে মাত্র ২২২২ টাকা এবং Zest ও Pep Plus এর জন্য মাত্র ১৬৬৬ টাকার মাসিক কিস্তি দিতে হবে। এছাড়াও এই Zest ও Pep Plus স্কুটির ক্ষেত্রে গ্রাহকরা কোম্পানি থেকে ১০০ শতাংশ ফাইনান্স বা লোন নিতে পারবেন।

TVS ntorq 125 কোম্পানির একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রিমিয়াম লেভেলের স্কুটি। পুজোর মরসুমে এই স্কুটি কিনতেও গ্রাহকরা পাবেন বিশাল অফার। ntorq 125 কিনতে গেলে ডাউনপেমেন্ট ১০৯৯৯ টাকা করতে হবে। তারপরে প্রতিমাসে মাত্র ২১০০ টাকা ইএমআই দিয়ে স্কুটির দাম মেটাতে পারবে গ্রাহকরা। প্রসঙ্গত, সম্প্রতি ntorq 125 এর অ্যাভেঞ্জার্স ভার্সন এসেছে। এই নয়া মডেল গুলিতে বেশ আকর্ষণীয় গ্রাফিক্স দেখা যাবে। কাল্পনিক সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকা, আইরন ম্যান ও ব্ল্যাক প্যান্থার এর কথা মাথায় রেখে ntorq 125 অ্যাভেঞ্জার্স এডিশনে কোম্পানি কমব্যাট ব্লু, ইনভিজিবল রেড ও স্টিলথ ব্ল্যাক কালার এনেছে।

অন্যদিকে, টিভিএস স্কুটি কিনতে ICICI বা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা তৎক্ষণাৎ ৫ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও পেটিএম ব্যবহার করে পেমেন্ট করলে গ্রাহকরা ৪৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আপনি যদি এখন একটি স্কুটি কিনতে চান তাহলে অবশ্যই টিভিএস এর স্কুটিগুলির উপর নজর রাখতে পারেন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media