Hoop News

Aadhaar Card: আধার কার্ড থাকলে তাদের ভালো সুযোগ, এই সুবিধাটি ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে

বর্তমানে প্রত্যেক ভারতীয়ের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন কাজে এই নথি ব্যবহার করা হয়। ভোটার কার্ড, প্যান কার্ডের মতোই আধার কার্ডের গুরুত্ব অনেক। কারণ এই কার্ড প্রত্যেক ভারতীয়র পরিচয়। তাই দেশের প্রত্যেকটি মানুষকে আধার কার্ড তৈরিতে উৎসাহ দেওয়া হয়। আর এবারে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) নিয়ে এসেছে সরকারি নির্দেশ। আগামী সাত দিন বিনামূল্যে আধার কার্ড আপডেট করানো যাবে।

বিগত কয়েক মাস ধরে আধার কার্ড আপডেটের প্রক্রিয়া চলছে। বিনামূল্যে আধার কার্ডে নাম, ঠিকানা সহ অন্য তথ্য আপডেট করা যাচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা দেওয়া হচ্ছে। তবে আর খুব বেশি দিন এই সুবিধা কিন্তু মিলবে না। বিনামূল্যে আধার আপডেটের শেষ সময়সীমা প্রায় চলেই এসেছে। আগামী ১৪ ডিসেম্বর আধার কার্ড আপডেট করার শেষ তারিখ। যাদের আধার কার্ড ১০ বছর বা তার আগে তৈরি করা হয়েছে তাদের আধার আপডেট করা বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। এই সময়ের মধ্যে যদি আধার আপডেট করা হয় তাহলে তা বিনামূল্যেই করা যাবে। কিন্তু এর পরবর্তী সময়ে আধার আপডেট করাতে গেলে টাকা দিতে হবে।

মাই আধার পোর্টালে অনলাইনেই আধার কার্ড আপডেট করা যাবে। প্রথমে https://myaadhaar.uidai.gov.in এ গিয়ে ইউআইডিএআই ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ক্লিক করতে হবে আপডেট আধার অপশনে। আধার নম্বর লিখে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তারপর ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করে ভেরিফাই করতে হবে। এরপর ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্রের স্ক্যান করা কপি এবং ঠিকানার প্রমাণ পত্র আপলোড করতে হবে। এরপর ক্লিক করতে হবে সাবমিট-এ।

একটি অনুরোধ নম্বর আসবে। একটি ফর্মও জমা দিতে হবে। এই নম্বরটি থেকে আধার আপডেটের স্টেটাস জানা যাবে। কিছুদিন অপেক্ষা করার পরেই আধার কার্ড আপডেট হয়ে যাবে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আধার আপডেট করলে তা করা যাবে বিনামূল্যেই।

Related Articles