Vastu Tips: বেলন চাকি ব্যবহারের সময় এই ভুলগুলি করছেন নাতো!
বেলন চাকি ব্যবহার করার সময় অবশ্যই মাথায় রাখবেন এই কয়েকটা জিনিস। এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আর ভুল করবে না, চটপট বেলন চাকি যখন কিনবেন বা বেলন চাকি যখন ব্যবহার করবেন, তখন মাথায় অবশ্যই এই পাঁচটি পয়েন্ট রেখে দেবেন।
১) যদি কিনতে চান তাহলে বৃহস্পতিবার কেনাই ভালো বৃহস্পতিবার অনেক ভালো দিন, এই ভালো দিনে বেলন চাকি কিনলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নিমেষে।
২) সব সময় কাঠের বেলন চাকি কেনাই ভালো এছাড়া শ্বেত পাথরের বেলন চাকি কিনতে পারেন, আমরা অনেক সময় বেলন চাকিতে রুটি না করে যে তাক আছে, সেখানে রুটি করি, সেটা করা কিন্তু একেবারেই উচিত নয়।
৩) বেলন চাকিতে যেন কোনোভাবেই কোন ফাটল বা কোন ক্ষত না থাকে সেই অবস্থায় আপনি যদি বেলন চাকি ব্যবহার করেন, তাহলে আপনার জীবনেও অন্ধকার নেমে আসবে।
৪) রুটি করার সময় যেন কোন ভাবেই না আওয়াজ হয়, তাহলে কিন্তু আপনার সংসারে দুর্গতি নেমে আসতে পারে, তাই এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।