Lifestyle: দাম্পত্য সুখ পেতে মেয়েরা মেনে চলুন কিছু বাস্তু টিপস

বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, আমরা যদি নিয়ম মেনে বা বাস্তু মেনে কাজ করি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনদিন কোন সমস্যা আসতে পারবে না। কিন্তু আমরা অনেকেই ভাবি বাস্তু কোন কুসংস্কার।…

Shreya Chatterjee

বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, আমরা যদি নিয়ম মেনে বা বাস্তু মেনে কাজ করি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনদিন কোন সমস্যা আসতে পারবে না। কিন্তু আমরা অনেকেই ভাবি বাস্তু কোন কুসংস্কার। আপনি যদি একটু ইতিহাসের পাতা উল্টালে দেখবেন মহেঞ্জোদারো সময় থেকেই কিন্তু বাস্তু মেনে নগর পরিকল্পনা করা হয়েছিল। তাই বুঝতেই পারছেন বাস্তু আমাদের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। দাম্পত্য কলহ অনেক সময় দুটি মানুষকে আলাদা করে দেয়, যদি বহুদিন ধরে দাম্পত্য কলহ চলতে থাকে তাহলে কিন্তু জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। তাই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যদি আপনি বাস্তু মেনে সকাল থেকে রাত পর্যন্ত কাটাতে পারেন, কিংবা বাস্তু মেনে আপনি আপনার বেডরুম সাজাতে পারেন অথবা বাস্তু মেনে আপনি যদি ঘুমানোর সঠিক নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনরকম দাম্পত্যকলহ থাকবে না।

বিবাহিত নারীরা যদি দক্ষিণ – পশ্চিম দিক করে শুতে পারেন, তাহলে বাস্তু বলছে, এটি তাদের জন্য অত্যন্ত ভালো তবে। বয়স ৫০ বছর পেরিয়ে গেলেও উত্তর-পশ্চিম দিক, কিন্তু ঘুমানোর জন্য খুবই ভালো , এতে দম্পতির মধ্যে দাম্পত্য সম্পর্ক অনেকাংশে গভীর হবে। তবে অনেকেই এগুলো বিশ্বাস করে না, যারা বিশ্বাস করেন না, তাদের জন্য এগুলি নয়। এগুলি মন থেকে বিশ্বাস করুন এবং এই ছোট ছোট নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবনে কোনো রকম কোনো সমস্যাই হবে না।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক