Vastu Tips: শুধু সময় নয়, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে ঘড়ি
ঘড়ি শুধু সময়ই বলবে না, ঘড়ি আপনার দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবে, অনেকেই নানান রকমের ঘড়ি লাগিয়ে তাদের গৃহসজ্জাকে বাড়ান, কিন্তু আপনি কি জানেন? ঘড়ি আপনার ভাগ্য পাল্টে দিতে পারে অর্থাৎ ঘড়ি যদি কোন কারনে উল্টো পাল্টা বাস্তু নিয়মে আপনি লাগিয়ে থাকেন অথবা কিছু না নিয়ম মানেন, তাহলে কিন্তু ঘড়ি আপনার ভাগ্যকে একেবারে খারাপ পথে নিয়ে যাবে।
১) কখনো বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না – অনেক সময় আমরা আমাদের সময় না পাওয়ার জন্য বন্ধ ঘড়িকে ঘরের দেওয়ালে আটকে রাখি, বাস্তু মতে, এটি অত্যন্ত খারাপ।
২) কখনো ভাঙ্গা ঘড়ি রাখতে নেই – বাস্তুমতে, আপনি আপনার গৃহে কখনো ভাঙ্গা ঘড়ি রাখবেন না, এতে কিন্তু আপনার জন্য অত্যন্ত অশুভ বার্তাকে বয়ে আনতে পারে।
৩) দরজায় বা দরজার উপরে ঘড়ি লাগাতে নেই – বাস্তুমতে, দরজায় বা দরজার ওপরে কখনোই ঘড়ি লাগাবেন না, এটি অত্যন্ত অশুভ। বাস্তুবিদরা বলছেন, দরজার পাশে ঘড়ি লাগাতে পারেন।
৪) দক্ষিণ দিকে কখনোই ঘড়ি রাখা উচিত নয়- বাস্তু মতে, এটি অত্যন্ত অশুভ। বাড়ির যে কোন দিকের দেওয়ালে ঘড়ি লাগাতে পারেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।