কয়েক মাস আগেই শোনা গিয়েছিল কামব্যাক করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। এবার তার ঝলক সামনে এল। তথাগত ভট্টাচার্য (Tathagata Bhattacharya) পরিচালিত নতুন ফিল্ম ‘আকরিক’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন ভিক্টর। তাঁর সঙ্গে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
‘আকরিক’-এর প্রেক্ষাপট আধুনিক সমাজ যার গতিধারার পরতে পরতে রয়েছে পরিবর্তন। মানুষই সেই পরিবর্তনের কান্ডারী, মানুষই ভুক্তভোগী। আধুনিক সমাজের প্রেক্ষাপটে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ ও দশ বছর বয়সী এক বালকের কাহিনী নিয়ে তৈরি ‘আকরিক’। ঐতিহ্যবাহী যৌথ পরিবারে বেড়ে উঠেছেন বৃদ্ধ। অপরদিকে সিঙ্গল মাদারের কাছে বড় হচ্ছে দশ বছরের ছেলে। ভিন্ন পারিবারিক কাঠামো সত্ত্বেও বৃদ্ধ ও ছেলেটির মধ্যে গড়ে ওঠে এক অসমবয়সী স্বর্গীয় বন্ধুত্ব। পঁচাত্তর বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর। ঋতুপর্ণা অভিনয় করছেন সিঙ্গল মাদারের চরিত্রে। তবে তথাগতর সঙ্গে এই প্রথমবার কাজ করছেন না ভিক্টর।
এর আগে 2011 সালে তথাগত পরিচালিত প্রথম ফিল্ম ‘অন্তর্ঘাত’-এ অভিনয় করেছিলেন তিনি। আবারও তথাগতর ফিল্মের মাধ্যমেই টলিউডে ফিরছেন ভিক্টর। ‘আকরিক’-এ সুপ্রতিম রায় (Supratim Roy) অভিনয় করছেন ভিক্টরের পুত্রের চরিত্রে যিনি একজন বিদেশে বসবাসকারী একজন বিজ্ঞানী। ‘আকরিক’ প্রসঙ্গে বলতে গিয়ে তথাগত বলেছেন, বাঙালির ঐতিহ্যবাহী যৌথ পরিবার বর্তমানে ভেঙে যাচ্ছে। তা আজ একক অভিভাবকত্বে পরিণত হয়েছে। তথাগত তাঁর ফিল্মের মাধ্যমে শিকড়ের বার্তা দিতে চেয়েছেন। সারা বিশ্বের মানুষ এই ফিল্মের সাথে সংযুক্ত হতে পারবেন বলে আশাবাদী তথাগত।
‘আকরিক’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সরকার (Anindya Sarkar), অনুরাধা রায় (Anuradha Ray), অভিষেক গাঙ্গুলী (Abhishek Ganguly) প্রমুখ। প্রেক্ষাগৃহ ও ওটিটির পাশাপাশি ‘আকরিক’ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে।
View this post on Instagram