Weather: আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি ৩ জেলায়, হতে পারে কালবৈশাখী ঝড়ও, অস্বস্তি কি কমবে!
গত কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। একটু স্বস্তি পেতে মানুষ এখন চাতক পাখি হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। কিন্তু এই তীব্র গরম কমার কোনও ইঙ্গিতই দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দেওয়া হয়েছে বারবার। আর সেই তাপমাত্রা বৃদ্ধি এপ্রিল থেকে মে মাস অবধি গড়িয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় কোথাও ৪২, কোথাও আবার ৪৫ ডিগ্রি রয়েছে পারদের অঙ্কটা। ফলে এই তীব্র গরমে কার্যত জ্বলছে বাংলা।
গ্রীষ্ম শুরু হলেও বৃষ্টি বা কালবৈশাখী ঝড়, কোনোটাই এখনো সেভাবে হয়নি রাজ্যের বুকে। এদিকে গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছু উন্নত হয়নি। বরং দক্ষিণের জেলাগুলিতে পারদের ঊর্ধ্বগতি অব্যহত রয়েছে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ থেকে আগামী তিনদিন হালকা বৃষ্টি হবে এইসব জেলায়। ফলস্বরূপ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ঝড়বৃষ্টি হলেও দিনভর ভ্যাপসা গরম এখন একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। আজ সকাল থেকেই ভ্যাপসা গরম বেড়েছে শহরে। কারণ আর্দ্রতার পরিমান আজ বাড়ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ৫ ই মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় জেলাগুলিতে।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজও দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের চললেও কয়েকটি জেলায় আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও বাদবাকি জেলাগুলিতেও আজ বাড়বে গরম। তবে আজ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জানা গেছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই আগামী কিছুদিন যে গরম কিছুটা কমবে, তা মোটামুটি পরিষ্কার।
● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ হালকা বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ বাড়বে পারদের অঙ্ক। এইসব জেলায় হালকা তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে।