Weather Report: বৃষ্টির সম্ভাবনা নেই, আরো বাড়বে তাপমাত্রা, আগামী কয়েকদিনের জন্য রয়েছে খারাপ খবর
শহরজুড়ে বসন্তের আনাগোনা। শুকনো গাছগুলিতে এসেছে কচিপাতার কলতান। গত কয়েক দিন ধরে ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও শীতের বিদায় বেলা স্পষ্টতই আসন্ন। মার্চে শুরু থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে না বলে জানা গিয়েছে। ধীরে ধীরে গরমের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। এ বছর বেশ ভালোই গরম পড়বে বলে জানা গিয়েছে।
আজ অর্থাৎ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে। এমনটাই জানালা আলিপুর আবহাওয়া দপ্তর।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১-২২ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর সূত্র অনুযায়ী আগামী চার পাঁচদিন রাজ্যে এই শুষ্ক অবস্থা বজায় থাকবে। এক অধিকর্তা জানিয়েছেন গ্রীষ্মে যেমন শুষ্ক আবহাওয়া থাকে ঠিক সেই রকমই শুষ্ক অবস্থা বজায় থাকবে। অর্থাৎ বসন্তের আমেজ খানিকটা বিঘ্নিত হবে। অর্থাৎ বসন্তের মৃদু হাওয়ার পরিবর্তে গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে।
এই কদিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়া সুস্থ থাকবে। যতদিন বাড়বে গরম আরও বাড়তে থাকবে। দিনের বেলা প্রবল গরমের ফলে আপেক্ষিক আদ্রতা অনেকটাই বেড়ে যাবে। এর ফলে আদ্রতা জনিত অস্বস্তি কাজ করবে। ফলে একপ্রকার গরমের দিকেই পা বাড়িয়ে ফেলেছে কলকাতা।
ভূতত্ত্ববিদদের মতে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে। গরম উত্তরোত্তর দ্রুতগতিতে বাড়বে। এই মার্চেই শহর জুড়ে থাকবে গ্রীষ্মের আমেজ। এই চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি হতে পারে। অর্থাৎ বসন্তের আমেজ অনেকখানি মাটি হয়ে গেল গ্রীষ্মের কড়া নাড়াতে। যদিও বসন্তের মৃদু মন্দ হাওয়া মাঝে মাঝে অনুভব করা যাচ্ছে। কিন্তু এক প্রকার বসন্তকে মাটি করে রেখেছে ভ্যাপসা গরম। গোটা মার্চ মাস জুড়েই এরকম আবহাওয়ায় বজাই থাকবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভূতত্ত্ববিদরা।