Hoop News

নিম্নচাপ কেটে রোদের হাসি দক্ষিণে, দিন দুয়েকের মধ্যেই আকাশ ভারী হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া নিম্নচাপের ফলে গতকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কলকাতাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে যথেষ্ট বেশি পরিমাণে। চব্বিশ পরগণা, বর্ধমান ও মুর্শিদাবাদেও হয়েছে ভারী বৃষ্টিপাত।

সপ্তাহখানেক ধরে চলা নিম্নচাপের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ সকালে আকাশ পরিষ্কার হয়ে রোদের ঝলক দেখা গেছে। টানা বৃষ্টির দরুন তাপমাত্রাও রযেছে স্বাভাবিক। আপাতত দক্ষিণবঙ্গে নতুন কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ঢেলে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ছিল বৃষ্টির ঘাটতি। গতকাল পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টির ঘাটতির পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। তবে এবার স্বস্তির খবর পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আগামী দুই দিন পর মৌসুমী অক্ষরেখা প্রবাহিত হবে উত্তরবঙ্গের উপর দিয়ে। ফলে আগামী রবিবার থেকেই ভারী বর্ষা নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিমপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তর বঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

Related Articles