Hoop News

Weather: বছরের শুরুতেই বৃষ্টির ঘনঘটা! বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভিজবে এই জেলাগুলি

চলতি বছর পুজোর পর থেকেই হিমেল বাতাস প্রবেশ করেছিল রাজ্যের বুকে। কালীপুজোয় ছিল হালকা শীত। তারপর ডিসেম্বরের শুরুতে শীতের প্রভাব কিছুটা কমে যায়। একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের বহর কমতে থাকে বছরের শেষ মাসে। আর সম্প্রতি, বড়দিনের মরশুম থেকেই শীতের উপর কোপ ফেলেছে পূবালী হাওয়া। এই প্রভাব বজায় ছিল নতুন বছরের শুরুতেও। শীতের প্রভাব ফিকে হয়েছে বছরের শুরুর দিনেও।

তবে বছরের প্রথম সপ্তাহে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে। আজ থেকেই জেলায় জেলায় পারদ নামছে উল্লেখযোগ্য হারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি এক ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনাও। তবে বৃষ্টির কারণে শীতের প্রভাবে কোনরূপ আপোষ লক্ষ্য করা যাবেনা বলেই ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে। কোন জেলায় কবে বৃষ্টি হবে? কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

■ কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। এর ফলে গত কয়েকদিনের তুলনায় আজ শীতের মেজাজ কিছুটা হলেও বেশি অনুভূত হবে শহরে।

■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে ২ দিন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ পারদ নেমে যাবে ১১ ডিগ্রি সেলসিয়াস অবধি।

■ উত্তরবঙ্গের আবহাওয়া: আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। এদিকে আগামী তিনদিন কালিম্পঙেও হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বাদবাকি জেলার আবহাওয়া মূলত শুস্ক থাকবে আগামী কয়েকদিন।

Related Articles