BollywoodHoop Plus

Urfi Javed: উরফি জাভেদের পেশা কি? চমকে দেওয়া উত্তর দিলেন অভিনেত্রী

সোশ্যাল মিডিয়া হোক বা পেজ থ্রি বা বিনোদনের পাতা সবেতেই উরফি জাভেদ আলোচিত। তার ড্রেস থেকে ব্যাবহার সবটাই রোজ চর্চার বিষয় হয়ে ওঠে। অনেকেই নিন্দা করে মেয়েটির, কেউ কেউ ওর ফ্যান হয়ে গিয়েছে, কেউ কেউ মুখে নিন্দা করলেও চুপি চুপি পছন্দ করে মেয়েটিকে, অন্তত উরফি জাভেদের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সংখ্যা তাই জানান দেয়। বিগ বস ওটিটি (Bigg Boss OTT) প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই মেয়েটি ধামাকা শুরু করে দেয়। কোনো রকম বিশেষ সিনেমা বা অভিনয় না করেই তিনি হিট। আজকাল যার কাছেই ইন্টারনেট রয়েছে সেই চেনে উরফি জাভেদকে। সোশ্যাল মিডিয়ায় সে একাই একশো। তার নিত্যদিনের সাহসী পোশাক হলিউডকে টেক্কা দেওয়ার মত, তার সাহস বলে দেয় আই ডোন্ট কেয়ার অ্যান্ড আই লাভ মাইসেলফ ওনলি। যাইহোক, অনেকের মনে নানান প্রশ্ন উঁকি দেয় এই উরফি জাভেদকে নিয়ে। তিনি কে, কি করেন, কেন ছবি তোলেন, প্রফেশন কি ইত্যাদি ইত্যাদি। সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির উরফি নিজেই। একেবারে নিজের মুখে জানালেন কে তিনি? এবং তার পেশা কি? চলুন দেখি ও পড়ি।

১) উরফি জাভেদ কে?

উত্তর – একজন আইকন।

২) উরফি জাভেদ কেন বিখ্যাত?

উত্তর – বিখ্যাত হতে চেয়েছি তাই বিখ্যাত।

৩) উরফি জাভেদের বয়ফ্রেন্ড কে?

উত্তর – লম্বা এবং হ্যান্ডসাম পুরুষ আমার পছন্দ। এরকম কাউকে পেলে যোগাযোগ করবেন।

৪) উরফি জাভেদের পোশাক কে ডিজাইন করে?

উত্তর – ইঁদুর, কুকুর বিড়াল এরা, এমনকি কখনো কখনো ইলেকট্রিশিয়ান।

৫) এয়ারপোর্ট দিয়ে উরফি রোজ কোথায় যান?

উত্তর – তোমার বাবার বাড়ি ( চোখ মেরে)।

৬) উরফি জাভেদের পেশা কি?

উত্তর – আমি একজন পেশাদার অসভ্য ( professional savage).

৭) উরফি এই ধরনের পোশাক পরে প্রতিদিন কোথায় যায়?

উত্তর – যে কোনো দিন মরে যেতে পারি। আমি এই ধরনের পোশাক পরে আকর্ষণীয় থাকতে চাই।

৮) উরফি জাভেদ কেন ট্রেন্ডি ( trending) ?

উত্তর – আমার মুখমণ্ডল এবং অ্যাটিচিউড।

৯) ছবি তোলার জন্য উরফি জাভেদ কত টাকা দেয় পাপ্রাজ্জিদের ( paparazzi)?

উত্তর – আমায় জিজ্ঞেস করছো কেন? ওদের গিয়ে জিজ্ঞেস করো। আমি কাউকে টাকা দেই না। যদি ব্যাপারটা এতটাই সহজ হত তবে যে কেউ ওদের টাকা দিয়ে ফেমাস হয়ে যেত, তাই না?

গুগলে এই ধরনের প্রশ্ন বেশি সার্চ করা হয়, যেগুলির উত্তর উরফি নিজেই দিয়েছেন। তাহলে আর জিজ্ঞেস করবেন কে তুমি উরফি বা তোমার পেশা কি? একটা গান দিয়ে শেষ না করলেই নয়, “হারে রে রে রে রে, আমায় রাখবে ধ’রে কে রে–“

whatsapp logo