Finance News

ব্যাঙ্কের KYC আপডেট না করলে হয়ে যাবে অপূরণীয় ক্ষতি, সময় থাকতে সতর্ক হন

টাকা উপার্জন করে সঞ্চিত রাখার জন্য সকলেই ব্যাঙ্কের (Bank Account) উপরে নির্ভর করেন। বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে যেখানে গ্রাহকরা নিজেদের সুবিধা মতো টাকা জমা রাখতে পারেন। কেউ কেউ একটি বা দুটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন, কেউ কেউ আবার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। যাদের যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, সকলেই জানেন গ্রাহককে KYC আপডেট করতে বলা হয় ব্যাঙ্কের তরফে। কিন্তু যদি তা আপডেট না করা হয় তাহলে কী হবে?

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলেই নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা নথি চাওয়া হয় গ্রাহকদের কাছে। এই সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে তারপরেই অ্যাকাউন্ট খোলা যায় ব্যাঙ্কে। কিন্তু সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও কেন বার বার KYC আপডেট করতে বলা হয় ব্যাঙ্কের তরফে? আসলে যে ডকুমেন্ট গুলি জমা করা হয় সেগুলির মেয়াদ নির্দিষ্ট থাকে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই ব্যাঙ্ক আবার KYC আপডেটের জন্য নোটিশ দিয়ে থাকে।

জমা দেওয়া ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেলেই KYC আপডেট করার জন্য নোটিশ পাঠানো হয় ব্যাঙ্কের তরফে। কিন্তু বারংবার নোটিশ পাঠানোর পরেও যদি গ্রাহক KYC আপডেট না করে তাহলে কী হবে? জানিয়ে রাখি, এমতাবস্থায় একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় গ্রাহককে। ততদিন পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়। অর্থাৎ কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়।

এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রাহক KYC আপডেট করে তাহলে অ্যাকাউন্ট আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যেও KYC আপডেট না করা হয় তাহলে অ্যাকাউন্ট সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে ব্যাঙ্কের। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সময় মতো KYC আপডেট করাটাই বুদ্ধিমানের মতো কাজ। তবেই অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত। তাই ঠিক মতো KYC আপডেট করে নেওয়াই উচিত কাজ।

Related Articles