Hoop Life

Lifestyle- কোন দেবতাকে তুষ্ট করবেন কোন কোন ফুল দিয়ে, জেনে নিন পুজোর নিয়ম কানুন

পুজো হবে সেখানে ফুল থাকবে না, এমনটা হয় না। কিন্তু আপনি কি জানেন সব দেবতার পায়ে সব রকম ফুল অর্পণ করা যায় না। না আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি যদি নিয়ম মেনে পুজোর না করেন তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না। তাই আর দেরি না করে চটজলদি দেখে নিন, কিভাবে কোন ফুল দিয়ে পুজো করলেই আপনি সুফল পাবেন, জেনে নিন তার তালিকা।

গণেশকে পুজো করার সময় অবশ্যই দূর্বাঘাস দিয়ে পুজো করুন। দূর্বাঘাসের ভীষণ প্রিয়, তবে কখনোই গণেশের পুজো করার সময় তুলসী পাতা দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে।

মহাদেব শিবকে পুজো করার সময় অবশ্যই সাদা ফুল ব্যবহার করুন। আর নিখুঁত বেলপাতা অর্থাৎ কোনো রকম বেলপাতা ছেঁড়া ফাটা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

গোপালকে পুজো করার সময় গাঁদা, তুলসী পাতা ব্যবহার করুন, এটি গোপালের অত্যন্ত প্রিয় ফুল।

মা লক্ষ্মীর পুজো করতে অবশ্যই ব্যবহার করুন পদ্মফুল। এছাড়াও মা লক্ষ্মী হলুদ ফুল পছন্দ করেন, সেক্ষেত্রে গাঁদা ফুল ব্যবহার করতে পারেন, আর অবশ্যই ব্যবহার করুন তুলসী পাতা।

মা সরস্বতী সাদা ফুল পছন্দ করেন। সেক্ষেত্রে সমস্ত রকমের সাদা ফুল এবং সাদা গোলাপ ফুল ব্যবহার করতে পারেন, মা সরস্বতী পুজো।

whatsapp logo