Hoop Food

Winter Special Food Recipe: শীতের মুলো দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ ডাল মুলোর যুগলবন্দী

ভাতের সঙ্গে খাবার জন্য একটু যদি মুখরোচক কিছু রান্না করতে চান? তাহলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ মসুর ডাল আর মুলো দিয়ে অসাধারণ একটি রেসিপি, বাড়িতে যদি কোন অতিথি আসে আর তিনি যদি নিরামিষ খেতে পছন্দ করেন, তাহলে শীতকালের দুপুরে অনায়াসে বানাতে পারেন অসাধারণ রেসিপিটি। রেসিপিটি একবার নিজেকে দেখবেন মাছ-মাংস আর আপনার ভালো লাগছে না।

উপকরণ
একটি গোটা বড় আকারের মুলো
দুটি আলু টুকরো টুকরো করে কাটা
নুন, মিষ্টি স্বাদ মতো
হলুদ গুঁড়ো এক টেবিল চামচ
লঙ্কাগুঁড়ো স্বাদমতো
ধনেপাতা কুচি এক মুঠো
লঙ্কা কুচি স্বাদমতো
জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
সরষের তেল পরিমাণ মত
তেজপাতা দুটি
শুকনো লঙ্কা স্বাদ মত

প্রণালী– কড়াইতে সরষের তেল গরম করে খুব ভালো করে গোটা জেলের শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে সেদ্ধ মসুর ডাল, টুকরো করে কেটে রাখা আলু এবং মুলোকে খুব ভালো করে কুরে নিয়ে দিয়ে দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি স্বাদ মতো দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মূলো, এর থেকে ভালো করে জল বেরিয়ে গেলে উপরে ধনেপাতা কুচে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ডাল মুলোর যুগলবন্দী।