ঘরোয়া উপায়ে ঠোঁটকে সুন্দর ও গোলাপি করবেন কিভাবে

ঘরোয়া উপাদান ব্যবহার করে নিজের ঠোঁটকে সুন্দর রাখতে পারেন। জেনে নিন কি উপাদান ব্যবহার করে ঠোঁটকে সুন্দর করবেন –

১) এক চামচ লেবুর রস, এক চামচ চিনি নিয়ে ঠোঁটে ভালো করে ঘষুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

২) এক চামচ নারকেল তেল , এক চামচ গ্লিসারিন, একটি ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন রোজ রাতে ঠোঁটে মালিশ করুন।

৩) এক চামচ ভেসলিন, এক চামচ অ্যালোভেরা জেল, একটি ভিটামিন-ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন। রোজ রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে লাগান।

৪) এক চামচ গোলাপের পাপড়ির পেস্ট, এক চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। রোজ রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে মালিশ করুন। ঠোঁটের রং আস্তে আস্তে গোলাপি হবে।

৫) এক চামচ বিটের রস, এক চামচ নারকেল তেল, একটি ভিটামিন-ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। ঠোঁটে ভালো করে লাগিয়ে রাতে শুয়ে পড়ুন।

৬) এক চামচ লেবুর রস, এক চামচ সৈন্ধব লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ঠোঁটে ঘষুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

উপরের নিয়মগুলির মধ্যে যে কোনো একটি নিয়ম প্রতিদিন করলে ঠোঁট সুন্দর, নরম এবং গোলাপী হবে। তবে মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। যাদের ধূমপান করা অভ্যাস আছে, তাদের ধূমপান বন্ধ করতে হবে। ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক ব্যবহার করতে হবে। প্রতিদিন ৫ লিটার জল খেতে হবে। খুব গরম পানীয় খাওয়া যাবে না।

Leave a Comment