whatsapp channel

নিজের হাতে গণেশের মূর্তি বানাচ্ছেন এক মুসলিম শিল্পী

আমাদের ভারতবর্ষ হল বৈচিত্র্যময় দেশ। প্রকৃতিতে বৈচিত্র্য, খাবারে বৈচিত্র্য, ভাষায় বৈচিত্র‍্য, পোশাকে বৈচিত্র্য, ধর্মে বৈচিত্র‍্য। কিন্তু সব মিলিয়ে আমরা ভারতবাসী। ভারতবর্ষের সকাল হয় মন্দিরের ঘন্টার আওয়াজে, মসজিদের আজানে, গির্জার ঢং…

Avatar

HoopHaap Digital Media

আমাদের ভারতবর্ষ হল বৈচিত্র্যময় দেশ। প্রকৃতিতে বৈচিত্র্য, খাবারে বৈচিত্র্য, ভাষায় বৈচিত্র‍্য, পোশাকে বৈচিত্র্য, ধর্মে বৈচিত্র‍্য। কিন্তু সব মিলিয়ে আমরা ভারতবাসী। ভারতবর্ষের সকাল হয় মন্দিরের ঘন্টার আওয়াজে, মসজিদের আজানে, গির্জার ঢং ঢং শব্দে।

এত বৈচিত্র‍্যের মধ্যে কোথাও যেন আমাদের মধ্যে এক অদ্ভুত ঐক্য রয়েছে। এই ঘটনার প্রমাণ দিচ্ছে, ইউসুফ জাকারিয়া নামে এক যুবকের কর্মকান্ডে। ইউসুফ একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ধারাভি, যাকে ভারতের বৃহত্তম বস্তি বলা হয়, সেখানেই ইউসুফের বসবাস। আসন্ন গণেশ উৎসবের জন্য সে প্রথম পরিবেশ বান্ধব গণেশ ঠাকুর বানাতে শুরু করেন। করোনা ভাইরাসের আবহে তার মৃৎশিল্পের ব্যবসাটি বন্ধ হলে তিনি ঠাকুর বানানো শুরু করেন।

মৃৎশিল্পী ইউসুফ জাকারিয়া গালয়ানি তিনি তার দুই ভাইকে নিয়ে এই কাজ করা শুরু করেন। একজন মুসলমান হয়েও তিনি তৈরি করছেন গণেশের মূর্তি। সত্যিই এই কর্মকাণ্ড ভারতবর্ষেই হওয়াটা সম্ভব। যে জীবিকা করোনা ভাইরাসের আবহে খানিকটা বিপদের সম্মুখীন হয়েছিল। এই হিন্দু উৎসবই তার জীবিকাকে একটু শক্তপোক্ত করে দিল।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media