whatsapp channel

ভারতে প্রবেশ করল শক্তিশালী যুদ্ধবিমান রাফাল, ভাইরাল ভিডিও

প্রতীক্ষার অবসান। ভারতে এল ৫ টি রাফাল যুদ্ধবিমান। ভারতে রাফাল আসার প্রথম ছবি প্রকাশ্যে। আর ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। ২০১৬ সালে ফ্রান্সের সাথে এই যুদ্ধবিমান কেনার জন্য…

Avatar

HoopHaap Digital Media

প্রতীক্ষার অবসান। ভারতে এল ৫ টি রাফাল যুদ্ধবিমান। ভারতে রাফাল আসার প্রথম ছবি প্রকাশ্যে। আর ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। ২০১৬ সালে ফ্রান্সের সাথে এই যুদ্ধবিমান কেনার জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের। সেই চুক্তিরই প্রথম দফার পাঁচটি যুদ্ধবিমান আজ আসছে ভারতে। হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে এই রাফাল যুদ্ধবিমান গুলিকে।

অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে গিয়েছে এই বিমান গুলি। সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া। ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচটি রাফাল যুদ্ধবিমান।

প্রথম দফায় এই পাঁচটি যুদ্ধবিমান এল ভারতে। যাত্রা পথের প্রথম ভাগে সাত ঘন্টায় ৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার যুদ্ধবিমান গুলি সংযুক্ত আরব আমিরশাহীর আল-ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে আজ সকাল ১১টা নাগাদ যুদ্ধবিমান গুলি রওনা দেয় ভারতের উদ্দেশ্যে। ভারতে রাফাল প্রবেশের মন ভালো করা ভিডিও দেখে নিন।

 

View this post on Instagram

 

check out these Citizen Journalists reporting live about #rafale

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media