TRP: ফের সিংহাসন দখলে ব্যর্থ ‘জগদ্ধাত্রী’, জনপ্রিয়তা হারাল ‘মিঠাই’, প্রথম স্থানে কে!
এই সপ্তাহেও ছোট পর্দার দর্শকদের মন জয় করল সূর্য-দীপার কেমেস্ট্রি। কারণ এই সপ্তাহের টিআরপি তালিকার সিংহাসনে ফের ‘অনুরাগের ছোঁয়া’। অঙ্কে অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রইল জি-বাংলার ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহের তালিকায় তৃতীয় স্থান দখল করল ‘খেলনা বাড়ি’। চতুর্থ স্থানে যুগ্মভাবে রইল দুটি ধারাবাহিক। সেগুলি হল- ‘গৌরী এলো’ ও ‘নিম ফুলের মধু’। পঞ্চম স্থান দখল করল ‘রাঙা বউ’।
এই সপ্তাহে ফের উর্ধমুখী ‘পঞ্চমী’র টিআরপি। তালিকার ষষ্ঠ স্থানে উঠে এল এই পরাবাস্তবিক ধারাবাহিকের নাম। সপ্তম স্থানে দেখা গেল ‘মেয়েবেলা’ ধারাবাহিকটিকে। এই সপ্তাহে আবার অষ্টম স্থানে নেমে এল জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’। তালিকার নবম স্থানে নেমে এল বিগত কয়েক সপ্তাহের ‘হিট’ ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। দশম স্থানটি যুগ্মভাবে দখল করল ‘বাংলা মিডিয়াম’ ও ‘গাঁটছড়া’ ধারাবাহিক দুটি। একনজরে এই সপ্তাহের টিআরপি তালিকায় চোখ বুলিয়ে নিন-
(১) অনুরাগের ছোঁয়া – ৮.৭
(২) জগদ্ধাত্রী – ৮.০
(৩) খেলনা বাড়ি – ৭.৫
(৪) গৌরী এলো, নিম ফুলের মধু – ৭.৩
(৫) রাঙা বউ – ৬.৭
(৬) পঞ্চমী – ৬.৩
(৭) মেয়েবেলা – ৬.১
(৮) সোহাগ জল – ৬.০
(৯) হরগৌরী পাইস হোটেল – ৫.৯
(১০) বাংলা মিডিয়াম, গাঁটছড়া – ৫.৮
(১১) মিঠাই – ৫.৭
(১২) এক্কা দোক্কা – ৫.৪
(১৩) আলতা ফড়িং – ৪.২
(১৪) তোমার খোলা হাওয়া, ইচ্ছে পুতুল – ৪.০
(১৫) মন দিতে চাই – ৩.৬
(১৬) বালিঝড় – ৩.৫
(১৭) গোধূলি আলাপ – ৩.২
(১৮) গুড্ডি – ৩.১
(১৯) শ্রীকৃষ্ণ লীলা – ২.৩
(২০) রাধাকৃষ্ণ – ১.৫
রিয়েলিটি শো
(১) ড্যান্স বাংলা ড্যান্স – ৭.১
(২) দিদি নং-১ – ৬.৭
(৩) সুপার সিঙ্গার সিজন-৪ – ৩.৬
(৪) ঘরে ঘরে জি বাংলা – ১.৩