whatsapp channel

Ditipriya Roy: ‘শহরের উষ্ণতম দিনে’ এই ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া

অল্প বয়সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন। দিতিপ্রিয়া রায় ওরফে তিনি হলেন আমাদের সকলের প্রিয় রানীমা। শিশু শিল্পী হিসাবে তিনি অনেক দিন ধরে অভিনয় করছেন, তবে রানী…

Shreya Chatterjee

Shreya Chatterjee

অল্প বয়সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন। দিতিপ্রিয়া রায় ওরফে তিনি হলেন আমাদের সকলের প্রিয় রানীমা। শিশু শিল্পী হিসাবে তিনি অনেক দিন ধরে অভিনয় করছেন, তবে রানী রাসমণি সিরিয়ালে তিনি মূল চরিত্রে অভিনয় করে সকলের একেবারে মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। রানী রাসমণি সিরিয়াল করার পরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা সিনেমাতে অভিনয় করে তিনি একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। তবে নিজের একেবারে ভোল পাল্টে ফেলেছেন, তিনি সাদা থান থেকে মর্ডান দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া কে নানান রকম পোষাকে দেখে থাকি আমরা।

কলকাতায় আবারো তাপমাত্রার পারদ চরেছে 40 ডিগ্রিতে, আর এই গরমে আবারো সাদা রঙের স্নিগ্ধ পোশাকে ধরা দিলেন রানী মা তবে সাদা থান পরে নয়। সাদা খুব সুন্দর একটি শর্ট করে মর্ডান লুকিয়ে ধরা দিলেন তিনি অভিনেত্রীকে দেখে বাইরের গরম থেকে বেশ খানিকটা স্বস্তি পেতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া পেজে একটু ঘোরাঘুরি করলেই বুঝতে পারবেন তিনি নিজেকে আপডেট রাখতে ভীষণ ভালোবাসেন, তাইতো তিনিই সেই রানিমার লুক থেকে নিজেকে সরিয়ে একেবারে মর্ডান লুকেই বাজিমাত করে দেন তিনি।

শুধুমাত্র মর্ডান পোশাকই নয়, তার সঙ্গে একেবারে ম্যাচিং করে মর্ডান হেয়ার স্টাইলেও ধরা দিয়েছেন তিনি। এই বীভৎস পচা গরমে সাদা পোশাকে স্নিগ্ধ রূপে ধরা দিলেন আমাদের আদরের রানী মা। যা দেখে প্রত্যেকেই কিন্তু বেশ প্রশংসা করেছেন।

তার, নতুন লুক, নতুন নতুন হেয়ারস্টাইল, সানগ্লাস এবং সব মিলিয়ে মেকআপ যা তাকে সবমিলিয়ে তাকে ভীষণ একটা সুন্দর লুক তৈরি করেছে, প্রায় সাড়ে সাত হাজার লাইক পরেছে। কখন বসে, কখনো দুধ সাদা পোশাকে ফোটো শুট করেছেন তিনি।আপনি যদি দেখতে মিস করে থাকেন, Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ছবি-

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক