whatsapp channel

দাদার অবর্তমানে বৌদির প্রেমে গদগদ দেওর, সাহসী দৃশ্যে ঠাসা এই ওয়েব সিরিজ

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারগুলো বর্তমানে দর্শকমহলের একাংশই কিন্তু এই ধরনের খোলামেলা দৃশ্য দেখতে বেজায় পছন্দ করেন। রীতি মতন তারা উপভোগ করেন প্রত্যেকটি দৃশ্য একটা দৃশ্য কিন্তু কোনোভাবেই তারা মিস করতে চায়…

Shreya Chatterjee

Shreya Chatterjee

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারগুলো বর্তমানে দর্শকমহলের একাংশই কিন্তু এই ধরনের খোলামেলা দৃশ্য দেখতে বেজায় পছন্দ করেন। রীতি মতন তারা উপভোগ করেন প্রত্যেকটি দৃশ্য একটা দৃশ্য কিন্তু কোনোভাবেই তারা মিস করতে চায় না, এখানে দেখানো নায়ক নায়িকাদের রোমান্টিক সিন এবং বিছানায় উত্তপ্ত করা গরম গরম দৃশ্য দেখবেন না তা কি হতে পারে। এই মুহূর্তে একটি অফিসিয়াল ট্রেলার পুনরায় আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

দর্শকরা রীতিমতন তারিয়ে তারিয়ে উপভোগ করেন প্রত্যেকটি মাখোমাখো দৃশ্য। টেলিভিশনে হলে অনেক সময় সকলের সামনে বসে এই সমস্ত দৃশ্যগুলি উপভোগ করতে হয়তো লজ্জা লাগে। সেই জন্যই তো প্রত্যেকে হাতে একটা করে মুঠোফোন রেখে দিয়েছেন। আর তার মধ্যেই এমন বড়দের জন্য ছবি সহজেই দেখা যায়। মাত্র সাত মাস আগে ‘শাহেদ’ মুক্তি পেয়েছে। পৌঁছে গিয়েছিল অনেক মানুষের কাছে হয়েছে। ৭ মাস আগে ‘শাহেদ’ সিরিজটি মুক্তি পেয়েছিল। খুব সম্প্রতি সিরিজই আবার ভাইরাল হয়েছে। নেটজনতার একাংশের মাঝে যা আবারো উষ্ণতা ছড়ালো। এই সিরিজ ভুলেও চালানো উচিৎ নয় বাড়ির বড়দের সামনে আর ছোটদের সামনে।

এই সিরিজটি গল্প এক বিবাহিত দম্পতিকে নিয়ে। বিয়ের পর কিছুদিন সবকিছু ঠিকঠাক হলেও তারপরই শুরু হয় সমস্যা। দেওরের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হতে থাকে নববধু। দেওরও বৌদির প্রতি আকৃষ্ট হন। তাদের মাখোমাখো রসায়ন জমে ক্ষীর হয়ে যায়। এরপর তারা দুজনেই জড়িয়ে পড়েন অবৈধ সম্পর্কের মধ্যে। হঠাৎ একদিন দেওরের গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হলে বৌদি মধু দিয়ে সেটি ঠিক করার চেষ্টা করেন। এরপর গল্প কি হবে? শেষ তার জন্য গোটা সিরিজটি দেখুন।

এই সিরিজে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া গামরে। উল্লেখ্য, এই সিরিজটি ছাড়াও অভিনেত্রী ‘মাটকি’, ‘চারমসুখ মাজবুরি’, ‘রিলেশনশিপ কাউন্সিলর’, ‘মা দেবরানি বেটি জেঠরানি’র নিজের ম্যাজিক দেখিয়েছেন। আপনি যদি দেখতে মিস করে থাকেন আমাদের Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ভিডিও –

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক