Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2023/07/নির্মলা-সীতারমন-0-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2023/07/নির্মলা-সীতারমন-0-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2023/07/নির্মলা-সীতারমন-0-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Finance News

Income Tax: ৩১ শে জুলাইয়ের আগে আয়কর জমা না দিলেই হতে পারে জেল, জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়মটি

নতুন অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়া ইতিমধ্যে শেষের মুখে। ৩১ শে জুলাই অবধি আয়কর জমা দিতে পারবেন নাগরিকরা। এই তারিখ বাড়ানোর তেমন কোনো সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এই নির্দিষ্ট তারিখের আগে আয়কর ফাইল না করলে পড়তে হতে পারে একাধিক সমস্যায়। এই প্রতিবেদনে একনজরে দেখে নিন সেই বিষয়গুলি।

নিয়মানুযায়ী, আপনি নির্ধারিত তারিখের পরে অর্থাৎ ৩১ শে জুলাইয়ের পরে এবং ৩১ শে ডিসেম্বরের আগে আপনার আয়কর রিটার্ন ফাইল না করেন, তাহলে আয়নার সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। তবে ক্ষুদ্র করদাতাদের জন্য একটি ছাড় রয়েছে এই নিয়মে। যদি কোনো নাগরিকের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি না হয় তবে বিলম্বের জন্য ন্যূনতম জরিমানা ১ হাজার টাকা হবে।

জরিমানা ছাড়াও, ধারা 234A এর অধীনে প্রতি মাসে ১ শতাংশ বা ট্যাক্স পরিশোধ না করা পর্যন্ত বকেয়া করের উপর সুদ নেওয়া হবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি ট্যাক্স না দিলে আপনি আইটিআর ফাইল করতে পারবেন না। উল্লিখিত ধারার অধীনে সুদের গণনা নির্ধারিত তারিখের পরপরই পতনের তারিখ থেকে শুরু হবে। তবে এক্ষেত্রে যদি হাউস সম্পত্তির অধীনে কোনো ক্ষতি হয়, তাহলে সেটি চালিয়ে যাওয়ার অনুমতি আছে।

আপনি যদি অতিরিক্ত করের জন্য সরকারের কাছ থেকে রিফান্ড পাওয়ার অধিকারী হন, তাহলে আপনার রিফান্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নির্ধারিত তারিখের আগে রিটার্ন ফাইল করতে হবে।পাশাপাশি, যদি একজন করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে তারা ধারা 142(1), 148, বা 153A এর অধীনে আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পাবেন। এই নোটিশগুলি পাওয়ার পরেও ফাইল করতে ব্যর্থ হলে কর ফাঁকির জন্য আয়কর আইনের ধারা 276CC এর অধীনে বিচার হতে পারে। ২৫ লক্ষ টাকার বেশি কর ফাঁকির শাস্তির মধ্যে রয়েছে জরিমানা এবং কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড, যা ৭ বছর পর্যন্ত বাড়তে পারে।

Related Articles