Hoop PlusTollywood

Swastika Mukherjee: আমার ১৫ বছর আগের প্রেম…’, পরম-পিয়ার বিয়ের পর সরব স্বস্তিকা

বিনোদন জগতে সম্পর্ক এবং বিচ্ছেদ খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর জন্য ট্রোলও কম হতে হয় না তারকাদের। বিশেষ করে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়েটা নিয়ে যে ট্রোলিং শুরু হয়েছে তা ক্রমেই সীমা পেরোচ্ছে। অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের দু বছর পরেই পরমব্রতকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পিয়া। আর তা নিয়েই তৈরি হচ্ছে একের পর এক মিম। বিকৃত উল্লাসে মেতেছেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি পিয়া চক্রবর্তী মুখ খুলেছেন ট্রোলিং নিয়ে। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের পোস্টের কমেন্টে উত্তর দিয়েছেন তিনি। নন্দিনী লিখেছেন, ‘আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগেই কাজটা সেরে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না এটা কোনও একজন তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারোর রেহাই নেই। কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে তো কাউকে বডি শেমিং করা হয়। কোনও না কোনও কারণে নোংরা কথা আপনাকে শুনতে হবেই। আমার ধারণা খুব সুন্দর, সব কিছু নিঁখুত হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’

এই পোস্টের কমেন্টেই পিয়া লেখেন, ট্রোলিং খুবই টক্সিক তা ঠিক। কিন্তু নিজের ইনার সারকেলটা যদি সুন্দর হয়, আর শান্তিতে থাকা যায়, তাহলে এসব আর স্পর্শ করে না। অনেকগুলো কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে তারপর এই উপলব্ধি হয়েছে তাঁর, এমনটাও লেখেন তিনি। শুধু পিয়া না, এই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

তিনি লিখেছেন, ‘১৫ বছর আগের প্রেমকেও টেনে আনল আমার, আর অবাক লাগে না। তুই বেঁচে গিয়েছিস নন্দু’। সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীও লিখেছেন, ১৫ বছর আগে এক তারকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেটা নিয়েও এখনো আলোচনা শুনতে হয় তাঁকে। এমনকি ট্রোলাররা তাঁর মেয়েকেও ছাড়ে না।

Related Articles