Hoop News

Weather Forecast: মরশুমের শীতলতম উইকেন্ড! মেঘ কেটে যেতেই ‘তুলকালাম’ শীত এইসব জেলায়

শেষ হয়েছে পৌষমাস। রাজ্যের বুকে ঘটেছে মাঘ মাসের সূচনা। আর মাঘের শুরু থেকেই প্রবল শীতের চাদরে ঢেকে গেছে গোটা রাজ্য। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার পর যেন মকর সংক্রান্তির আগেই শীতের দোর খুলে গিয়েছে বাংলা বুকে। সেই সঙ্গে উত্তরে হাওয়ার দাপটে আপাতত বাংলার বুকে দাপট দেখাচ্ছে শীত। ইতিমধ্যে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘটেছে ব্যাপক পারদ পতন। সেই সঙ্গে শহর কলকাতাও এখন ঠান্ডায় জুবুথুবু। উত্তরবঙ্গেও নিয়মমাফিক শীত পড়েছে।

তবে এই মুহূর্তে সক্রিয় হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে সিবলবে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে বর্তমানে অসম ও সংলগ্ন এলাকায় এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একজোড়া ঘূর্ণাবর্ত। এছাড়াও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত তৈরি হয়েছে একটি অক্ষরেখা। এর প্রভাবেই উত্তরবঙ্গের একাধিক এলাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। আজ সকাল দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের আকাশ পরিস্কার হয়ে যাবে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। এর ফলে শীতলতম দিন না হলেও কলকাতায় শীতের প্রভাব যে ব্যাপকভাবে থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই।

● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের একাধিক কেটে গিয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ থেকেই মেঘলা আকাশ কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে যে আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। তবে মেঘ কেটে যাওয়ার কারণে ব্যাপকভাবে পারদের পতন ঘটবে জেলায় জেলায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে আজ। আজ পারদ নেমে যাবে ১০ ডিগ্রিতে।

● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে আজ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ উত্তরবঙ্গে শীতলতম দিন হতে চলেছে বলেই মিলেছে পূর্বাভাস।

Related Articles