Weather Forecast: বিকেলের আগেই ঘনিয়ে আসবে মেঘ, ছুটির দিনেও ঝড়বৃষ্টি হবে এই জেলাগুলিতে
আকাশে বাতাসে প্রবল রোদের মাতামাতি, গাছে গাছে সবুজ পল্লব ও রংবেরংয়ের ফুলের বাহার। গত কয়েকদিন বৃষ্টিতে ভিজলেও বাংলার রূপ তর্কে বসন্তের রং ফিকে হয়ে যায়নি। তাই ছুটির দিনের মেঘ কেটে যেতেই যেন দোলযাত্রার আমেজ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। আগামীকাল রংয়ের উৎসব দোলযাত্রা। সোমবার দেশজুড়ে পালিত হবে হোলি। রংয়ের দোলায় এদিন মেতে উঠবে সারা দেশের মানুষ। তাই এই দিনটি বৃষ্টির প্রকোপে মাটি হোক টেমেন্টস কেউই চায়না।
এদিকে এবছর প্রায় সব ঋতুতেই রাজ্যের আবহাওয়ায় দাপট দেখিয়েছে অকাল বৃষ্টিপাত। আর বসন্ত উৎসবেও তেমনটাই হতে চলেছে বলে খবর। জানা গেছে, একজোড়া ঘূর্ণাবর্তের পাশাপাশি একটি অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয় রয়েছে দেশের আকাশে। সেই সঙ্গে উত্তর পশ্চিম ও পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। ফলস্বরূপ গোটা দেশজুড়ে তৈরি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। যে তালিকা থেকে বাদ যাবেনা বাংলাও। এখন একনজরে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। আজ সকাল থেকে রৌদ্রোজ্বল আকাশ থাকবে শহরের আকাশ। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। ফলত, স্বাভাবিকের থেকে পারদ কিছুটা নিম্নমুখী থাকবে কলকাতার বুকে।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে এই কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে সোমবার অর্থাৎ দোলযাত্রার দিন পর্যন্ত। সোমবার বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়। এই জেলাগুলিতে মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। তবে মোটের উপর শুস্ক আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। সেই কারণে বসন্ত উৎসবে থেকেই যাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি।
● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে বয়ে যাবে দমকা বাতাস। দোলের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। ঝড়ের পূর্বাভাস ওই দিনেও থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবর বাদবাকি জড়লায় মোটের উপর শুস্ক থাকবে আবহাওয়া।