Scholarship: লক্ষ্মীর ভাণ্ডারকে জোর টক্কর! পরিবারের একমাত্র মেয়েকে বছরে এত টাকা দিচ্ছে কেন্দ্র সরকার
যেসব পড়ুয়ারা মেধাবী হওয়া সত্ত্বেও টাকার অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছেন না, তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতি বছর ৩৬,২০০ টাকার আর্থিক সহায়তা (Scholarship) দিয়ে থাকে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের জন্য এই টাকাটা বৃত্তি হিসেবে দেওয়া হয়ে থাকে।
যারা একক মেয়ে সন্তান, যারা স্বীকৃত ভারতীয় কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তারা এই বৃত্তির সুবিধা পাবেন। দেশ জুড়ে প্রায় ৩০০০ পড়ুয়া এই বৃত্তির আর্থিক সুবিধা পেয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৃত্তির গুরুত্বপূর্ণ বিষয়
যারা একক মেয়ে সেই সব মেধাবী ছাত্রীদেরই শিক্ষার সুবিধার্থে এই বৃত্তি দেওয়া হয়।
স্নাতকোত্তর ইন্দিরা গান্ধী বৃত্তি কন্যাশিশু শিক্ষার জন্য, একক বালিকা সন্তানের শিক্ষার খরচের জন্য তৈরি করা হয়েছিল।
মোট ৩০০০ জনকে বৃত্তি দেওয়া হবে এই স্কলারশিপে।
বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা কলেজের থেকে প্রত্যয়িত কোর্সে যোগদানের তারিখ থেকে বৃত্তি দেওয়া হয়ে থাকে নির্বাচিত পড়ুয়াকে।
নির্বাচিত পড়ুয়ারা বার্ষিক ভিত্তিতে সরাসরি বেনিফিট ট্রান্সফার মোডে বৃত্তির পরিমাণ দেওয়া হয়ে থাকে।
হস্টেল চার্জ এবং মেডিকেল চার্জের বদলে অন্য কোনো অতিরিক্ত অনুদান দেওয়া হয় না।
বৃত্তির জন্য দু বছরের ক্ষেত্রে ৩৬,২০০ টাকা দেওয়া হয়।
পরবর্তী ক্ষেত্রে শিক্ষার্থীদের ফলাফল ভালো না হলে স্বয়ংক্রিয় ভাবে বৃত্তি বাতিল হয়ে যায়।
একবার একটি বিষয় নির্বাচন করা হলে আর তা পরিবর্তন করা যায় না।
৩০ নভেম্বর ২০২১ বা তার আগে বৃত্তির জন্য আবেদন করতে হবে পড়ুয়াদের।
কারা আবেদন করতে পারবেন
যারা স্নাতকোত্তর কোর্সে প্রথম বার ভর্তি হয়েছেন, পরিবারের একমাত্র মেয়ে।
একটি পরিবারে যদি একটি ছেলে এবং একটি মেয়ে থাকে তাহলে মেয়েটি বৃত্তির জন্য নির্বাচিত হবেন না
স্নাতকোত্তর কোর্সে প্রথম বর্ষে ভর্তির সময় ৩০ বছরের কম বয়সী মেয়েরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
প্রথমেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
যে প্রতিষ্ঠানে পড়ুয়া পড়াশোনা করছে তারা অনলাইন আবেদন যাচাই করে দেখবেন।
একক মেয়ে সন্তানের বিষয়ে প্রমাণপত্র জমা দিতে হবে আবেদনকারীদের।
পোর্টালের মাধ্যমে পুনর্নবীকরণ পাওয়ার পর পরবর্তী বছরের জন্য বৃত্তি পুনর্নবীকরণ করা হবে।