Hoop Life

বয়স ছুটবে উল্টোদিকে! কফির অ্যান্টি-এজিং ফেস মাস্কে, দেখুন ভিডিও

বাজারে নানান রকমের অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়, অনেকেই সেই সমস্ত ব্যবহার করে অনেকে বিপদে পড়েছেন এই সমস্ত অ্যান্টি এজিং ক্রিম এর দাম অনেক বেশি হয়। তাই বাজারচলতি এসমস্ত ক্রিমের ব্যবহার না করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অ্যান্টি-এজিং কফির ফেস মাস্ক।

প্রথম ফেস মাস্ক-»
এই ফেস মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন এক চামচ কফি পাউডার, এক চামচ মেথি গুঁড়ো এবং প্রয়োজন মতন গোলাপজল উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে মুখে, গলায়, হাতে বেশ খানিকক্ষণ লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দ্বিতীয় ফেস মাস্ক-»
এই মাস্কটি তৈরি করার জন্য প্রয়োজন হবে এক চামচ কফি পাউডার, এক চামচ মধু, এক চামচ হলুদ গুঁড়ো এই মিশ্রণটিকে ভাল করে মিশিয়ে মুখে গলায় হাতের ঘাড়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে ১০ মিনিট পরে মুখ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

দেখে নিন ভিডিও টি-»

Related Articles