Hoop Food

ভাতের সঙ্গে খাওয়ার জন্য আচারি তেল ইলিশ বানানোর সেরা রেসিপি

বর্ষাকালে বাড়িতে ইলিশ মাছ হবে না, এমনটা তো হতে পারেনা। বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা নিজেদের মুখের স্বাদ সামান্য বদলাতে হোক ইলিশ মাছ রান্না হতেই পারে। তবে সব সময় ইলিশ ভাপা, সরষে ইলিশ, ইলিশ মাছের ঝোল ইত্যাদি খেতে খেতে যদি একঘেয়ে লাগে। তাহলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আচারি তেল ইলিশ। সহজ ভাবে কম সময়ের মধ্যে চটজলদি রান্না ঠিক হয়ে যাবে।

উপকরণ -»
ইলিশ মাছ ৫ টুকরো
কালোজিরে এক চা চামচ
শুকনো লঙ্কা দু’তিনটে
হলুদ গুঁড়া এক চা চামচ
আচার এক টেবিল চামচ
লঙ্কাগুঁড়ো স্বাদমতো
নুন মিষ্টি স্বাদ মত
সরষের তেল ১ কাপ
ধনেপাতা কুচি ১ কাপ

প্রনালী -»
করার মধ্যে সরষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে ইলিশ মাছ হালকা ভেজে তারমধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ মত পরিমাণমতো উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে আচার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখতে হবে। চাপা খুলে একটু মাখোমাখো হয়ে গেলে উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে রাখা কাঁচালঙ্কা এবং সামান্য কাঁচা সরষের তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন ‘আচারি তেল ইলিশ’।

Related Articles