Hoop Life

চোখের নীচের কালি দূর করুন ১টি প্রাকৃতিক উপাদানে

চোখের তলায় কালি পড়লে আপনি যতই সাজুগুজু করুন না কেন আপনাকে দেখতে খুব একটা ভাল লাগবে না আর চোখের তলার কালি ইঙ্গিত দেয় শরীরের মধ্যে নিশ্চয় কোনো বড় রোগ বাসা বেঁধে আছে অথবা আপনি মানসিকভাবে কোনো কারণে খুব চিন্তিত হয়ে পড়েছেন তবে যদি খুব বেশি বাড়াবাড়ি হয় নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিন তবে ঘরে থাকা একটি উপাদান দিয়েই আপনি চোখের তলার কালি সহজে দূর করতে পারবেন।

অসাধারণ এই উপাদানটি হলো আলুর রস। কোন বাড়িতে বাজারের ব্যাগে আলু থাকে না এমনটা হয় না। সুগারের রোগীরা আলু না খেতে পারেন কিন্তু আলুর রস চোখের তলায় কিংবা গোটা মুখে লাগাতে পারেন আলুর রসের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান সহজেই কালো দাগ দূর করে ফেলতে পারে। কিভাবে আলুর রস ব্যবহার করবেন জেনে নিন তার নিয়ম বিধি –

আলু কুরে নিয়ে তার রস বার করে এই রস যদি টানা দু তিন দিন ফ্রিজে রাখতে পারেন। আলুর রং খানিকটা কালো হয়ে যেতে পারে কিন্তু তাতে কোন অসুবিধা নেই, এই রস তুলোর মধ্যে যদি চোখের তলায় ভালো করে ম্যাসাজ করতে পারেন এবং এই বিষয়টি যদি টানা সাতদিন পর পর করতে পারেন তাহলে আপনার ত্বক এবং চোখের তলার কালি নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে।

রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় যদি প্রয়োজন বোধ করেন তাহলে আলুর রসের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিয়ে চোখের তলায় ঘষে ঘষে লাগিয়ে সারারাত এর জন্য শুয়ে পড়বেন। প্রতি সাতদিন যদি নিয়ম করে এটি করা যায় তাহলে কালি সহজেই দূর হয়ে যাবে।

Related Articles