whatsapp channel

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘রোডিজ’ খ্যাত রণবিজয় সিং, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরা

করোনা অতিমারী রণবিজয় সিং (ranvijay singh)- কে পরিবারের গুরুত্ব বুঝিয়েছে। লকডাউনের সময় বেশ কিছুদিন রণবিজয় পরিবারের থেকে দূরে ছিলেন। এরপর পরিবারের সঙ্গে একত্র হয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন রণবিজয়। সেই…

Avatar

HoopHaap Digital Media

করোনা অতিমারী রণবিজয় সিং (ranvijay singh)- কে পরিবারের গুরুত্ব বুঝিয়েছে। লকডাউনের সময় বেশ কিছুদিন রণবিজয় পরিবারের থেকে দূরে ছিলেন। এরপর পরিবারের সঙ্গে একত্র হয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন রণবিজয়। সেই সময় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (priyanka) অন্তঃসত্ত্বা ছিলেন। 12 ই জুলাই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এবার সেই পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন রণবিজয়।

তবে সদ্যোজাত পুত্রসন্তানের মুখের ছবি শেয়ার করেননি রণবিজয়। শুধু শেয়ার করেছেন তার আঙুলের ছবি। ছেলের ছোট্ট ছোট্ট আঙুল পরম নির্ভরতায় ধরে রয়েছে তার বাবা রণবিজয়ের হাত। ছবিটি শেয়ার করে রণবিজয় গুরু নানকের নাম জপ করেছেন। রণবিজয় ও তাঁর পুত্রসন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোফি চৌধুরী (sofi chowdhury) ছবির নিচে কমেন্ট করে রণবিজয় ও তাঁর পরিবারকে অনেক ভালোবাসা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rannvijay (@rannvijaysingha)

এমটিভি রোডিজ-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন রণবিজয়। এমটিভি রোডিজ-এর বিজেতা হওয়ার পর 2004 সাল থেকে 2019 সাল অবধি এমটিভি রোডিজ-এ কখনও রণবিজয়কে দেখা গিয়েছে সঞ্চালক হিসাবে, তো কখনও বসেছেন বিচারকের আসনে। ধীরে ধীরে এমটিভির ব্র্যান্ড হয়ে উঠেছেন রণবিজয়। তবে বলিউডেও কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে অক্ষয়কুমার (Akshay kumar) ও ঐশ্বর্য রাই বচ্চন ( Aishwarya rai bachchan) অভিনীত ফিল্ম ‘অ্যাকশন রিপ্লে’-তে রণবিজয়ের কমেডি অভিনয় প্রশংসিত হয়েছিল।

2014 সালের 10 ই এপ্রিল প্রিয়াঙ্কার সঙ্গে রণবিজয়ের বিয়ে হয়। 2017 সালের 17 ই জানুয়ারি জন্ম হয় তাঁদের কন্যাসন্তান কায়নাত (kainat)-এর। 2020 সালে রণবিজয় অভিনীত ওয়েব সিরিজ ‘মিসম‍্যাচড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media