চাকা ঘোরানোর আগেই ব্রেক করবে গাড়ি! এমনই অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তি নিয়ে বাজারে আসছে Suzuki Jimny-র ফেসলিফ্ট ভার্সন। তবে এবার গাড়ির বাহ্যিক সাজে নয়, বদল আসছে ভেতরের প্রযুক্তিতে—তাও আবার মাঝপথের আপডেটেই। জাপানে আগস্ট মাসেই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে এই আপডেটেড Jimny। সবচেয়ে বড় চমক ADAS বা ‘Advanced Driver-Assist Systems’। অর্থাৎ, চালকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে সংযোজিত হয়েছে বেশ কিছু স্বয়ংক্রিয় প্রযুক্তি।
এই নতুন আপডেটের মধ্যে রয়েছে ডুয়াল ক্যামেরা ভিত্তিক ‘Autonomous Emergency Braking’, ‘Traffic Sign Recognition’ (যা চিহ্ন দেখে গাড়ি থামাতে পারবে), ‘Adaptive Cruise Control’ এবং শুধুমাত্র অটোমেটিক মডেলে ‘Reverse Brake Support’। Jimny-র অনন্য আকর্ষণীয় বক্সি (boxy) লুক বা বাহ্যিক নকশা কিন্তু একেবারেই অপরিবর্তিত থাকছে। একইসঙ্গে আগের মতোই বজায় থাকছে ১.৫ লিটার K15B পেট্রোল ইঞ্জিন, যার সঙ্গে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল অথবা ৪-স্পিড অটোমেটিক গিয়ার বক্স।
ভারতের বাজারে বিক্রি হওয়া পাঁচ-দরজা বিশিষ্ট Jimny মডেলে ইতিমধ্যেই এই প্রযুক্তির অনেকটাই সংযুক্ত রয়েছে। এখান থেকে গাড়িটি রফতানি করা হয় ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও জাপানে। বিশ্ববাজারে Jimny-র জনপ্রিয়তা যে কতটা, তার প্রমাণ মিলেছে জাপানে। “Nomade” নামের ফাইভ-ডোর Jimny-র জন্য মাত্র চারদিনে ৫০,০০০-এরও বেশি বুকিং হয়েছে। যা কিনা আগামী প্রায় তিন বছরের উৎপাদনের সমান! তবে ইলেকট্রিক গাড়ির দিকে পা রাখার ব্যাপারে Suzuki এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি। একান্ত প্রয়োজনে হাইব্রিড ভার্সন আনার কথা বিবেচনা করা হলেও, সম্পূর্ণ ইলেকট্রিক মডেল এখনো পরিকল্পনায় নেই।
পাঠকদের জিজ্ঞাসা
১. নতুন Suzuki Jimny কবে থেকে বাজারে আসছে?
আগামী আগস্ট মাসে জাপানে লঞ্চ হচ্ছে ফেসলিফ্ট ভার্সনটি।
২. গাড়িটির বাহ্যিক নকশায় কোনও পরিবর্তন হয়েছে কি?
না, গাড়িটির আইকনিক বক্সি ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে।
৩. ADAS প্রযুক্তি বলতে কী বোঝায়?
ADAS বা Advanced Driver-Assist Systems এমন একাধিক প্রযুক্তি যা চালককে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক করা, সাইন বোঝা বা দূরত্ব বজায় রাখতে সাহায্য করে।
৪. ইলেকট্রিক ভার্সন কি ভবিষ্যতে আসবে?
Suzuki ইলেকট্রিক সংস্করণ আনার ব্যাপারে এখনও কোনও পরিকল্পনা নেয়নি, তবে হাইব্রিড সংস্করণ বিবেচনাধীন।
৫. ভারতের Jimny মডেল ও নতুন ফেসলিফ্টের মধ্যে মূল পার্থক্য কী?
ভারতের মডেলেও কিছু আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, তবে ফেসলিফ্ট ভার্সনে ADAS টেকনোলজির পরিসর আরও বিস্তৃত।