Ambarish Bhattacharya: নতুন বছরে সুখবর দিলেন ‘পটকা’ অম্বরীশ
অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) এই মুহূর্তে ‘পটকা’ নামে অধিক পরিচিত হলেও ধীরে ধীরে ফিল্মের জগতেও ভার্সেটাইল অভিনেতা হিসাবে পরিচিতি পাচ্ছেন তিনি। একাধিক ফিল্মে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ। তবে ছোট পর্দাকেও সমান ভাবে গুরুত্ব দেন তিনি। তাই এবার আরও একটি নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে অম্বরীশকে।
View this post on Instagram
স্টার জলসায় শুরু হতে চলেছে ম্যাজিক মোমেন্টস প্রযোজিত নতুন ধারাবাহিক ‘আলতা-ফড়িং’। কাহিনী ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। তাঁর চিত্রনাট্যে রচিত ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে শ্রীময়ীর ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অম্বরীশ। ‘খড়কুটো’-র পটকাও লীনার সৃষ্টি। এবার ‘আলতা-ফড়িং’-এ লীনারই সৃষ্ট আরও একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন অম্বরীশ। চলতি বছরের আট থেকে দশ জানুয়ারির মধ্যেই শুরু হবে শুটিং। ‘আলতা-ফড়িং’ পরিচালনা করছেন শৈবাল গঙ্গোপাধ্যায় (Shaibal Ganguly)। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে একদম নতুন ধরনের চরিত্রে দেখা যেতে চলেছে অম্বরীশকে। তবে চরিত্রটি সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
অপরদিকে ‘খড়কুটো’-র স্লটে আসছে ‘আলতা-ফড়িং’। প্রাইম স্লট হারিয়ে ‘খড়কুটো’ পেয়েছে দুপুর আড়াইটের স্লট। এদিকে শোনা যাচ্ছে, মা হতে গিয়ে মৃত্যু হবে গুনগুনের। জন্ম নেবে সদ্যোজাত গুনগুন। এভাবেই নাকি শেষ হতে চলেছে ‘খড়কুটো’।
View this post on Instagram
তবে অম্বরীশ পুরোটাই গুজব বলে উড়িয়ে দিলেন। তিনি জানিয়েছেন, কোনো নতুন ধারাবাহিক এলেই দর্শকদের ধারণা হচ্ছে, পুরানো কোনো ধারাবাহিক শেষ হয়ে যাবে। ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পর এখন সবার চিন্তা ‘খড়কুটো’ নিয়ে। কিন্তু অম্বরীশের মতে, এখনই শেষ হচ্ছে না ‘খড়কুটো’। দুটি ধারাবাহিকেই অভিনয় করবেন অম্বরীশ। তবে এর ফলে বড় পর্দায় কাজ করা অম্বরীশের পক্ষে চাপের হয়। কারণ ফিল্মের শুটিং করতে গেলে প্রযোজকের কাছে অন্তত দেড়-দুই সপ্তাহের ছুটি নিতে হয়, যার পক্ষপাতী নন অম্বরীশ। ছোট পর্দায় অভিনয় করার জন্য তিনি ফিরিয়ে দিয়েছেন সৃজিত মুখার্জী (Srijit Mukherjee), শিবপ্রসাদ-নন্দিতা(Shibaprashad-Nandita), অতনু বসু (Atanu Basu)-র ফিল্মের অফার। তবে অম্বরীশ অভিনীত তিনটি বাংলা ফিল্ম মুক্তি পাবে চলতি বছরে। ‘লক্ষ্মী ছেলে’, ‘কাবেরী অন্তর্ধান’, ‘অর্ধাঙ্গিনী’ , তিনটি ফিল্মের পরিচালক কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly)।
View this post on Instagram
তবে এত ব্যস্ততা সত্ত্বেও বলিউড যাওয়ার ইচ্ছা নেই অম্বরীশের। কারণ তাঁর হিন্দি উচ্চারণ ভালো নয়। নতুন বছরে শুট থেকে কয়েকদিন ছুটি পেয়েছেন। বন্ধুদের সঙ্গে প্রাণ ভরে আড্ডা দিতে চান অম্বরীশ। এছাড়াও নিয়েছেন নতুন বছরের শপথ। পিঠেপুলির মরসুম কাটলেই মিষ্টি খাওয়া ছেড়ে দেওয়ার পণ করেছেন তিনি। ওজনটাও কমাতে হবে যে!
View this post on Instagram