Hoop Life

Skin Care Tips: ত্বক হবে দুধের মতো ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক

ত্বককে দুধের মতন ফর্সা করতে আমরা প্রতিদিন ত্বকের ওপরে কত কিছুই না করে থাকি। কিন্তু আমরা জানি না আমাদের বাড়িতে থাকা কয়েকটা খুব সাধারণ জিনিস দিয়েই আমরা ত্বক উজ্জল করতে পারি, তবে একটা কথা বলে রাখতেই হয় ঈশ্বর প্রদত্ত রংকে কখনোই দুধের মতন ফর্সা করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি চান আপনার গায়ের রংকে অনেক বেশি সুন্দর, পরিষ্কার, ঝকঝকে করতে পারেন। তার জন্য বাজারচলতি কোন ক্রিম বা কোন বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। তবে আর দেরি না করে চটজলদি দেখে ফেলুন আমাদের Hoophaap স্পেশাল বিউটি টিপস।

উপকরণ –
৪ টেবিল চামচ সাদা মাজন
১ টেবিল চামচ পাতিলেবুর রস
৩ টেবিল-চামচ নারকেল তেল
৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ টেবিল-চামচ সৈন্ধব লবণ

তৈরি করার পদ্ধতি – এক্ষেত্রে আপনার ব্যবহার করা স্বাদ আমাজন দিতেই হবে তবে যদি এই পুরো মিশ্রণটি মুখে লাগান তাহলে মাজন দেবেন না বাদ দিয়ে বাকি যা যা বলা আছে, সেগুলি মুখে অবশ্যই লাগাতে পারেন। কিন্তু পিঠে, হাতে, পায়ে, সারা শরীরে যেখানে যেখানে মনে হচ্ছে কালো দাগ পড়ে গেছে, সেখানে সাদা মাজন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বাজারচলতি যেকোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাজন আপনি নিতে পারেন। পুরো মিশ্রণকে ভালো করে একটি চামচের সাহায্যে ফেটাতে হবে।

ব্যবহার করার পদ্ধতি- এখানে লাগাবেন সেখানে একটি তোয়ালে গরম জলের মধ্যে ডুবিয়ে সেই জায়গাটি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মিশ্রণটি লাগিয়ে অন্তত তিন চার মিনিট ধরে ভালো করে ঘষে নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

সতর্কীকরণ- পেস্ট বা মাজন লাগালে যদি চামড়ায় কোন রকম জ্বালা বা চুলকানি হয়, তাহলে এই উপকরনগুলি আপনার জন্য নয়। সেক্ষেত্রে আপনাকে ও সারা শরীরে মাজন ছাড়াই এগুলি লাগাতে হবে, তবে মাজন ছাড়া কাজ হতে অনেক সময় লাগবে।

Related Articles