Hoop Life

কাঁসার বাসন ঝকঝকে রাখার সহজ ঘরোয়া পদ্ধতি

কাঁসার বাসন পূজোর সামগ্রী হিসাবে বা দৈনন্দিন থালা-বাসন হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন। পূজো হয়ে গেলেই সমস্ত বাসনপত্র তুলে রাখা হয়। আবার এক বছরের অপেক্ষা। এইভাবে পড়ে থাকলে অনেক সময় বাসনপত্রের গায়ে কালো দাগ পড়ে যায়। তবে খুব সহজ উপায় ব্যবহার করে আপনি এই কালো দাগ দূর করতে পারবেন।

আপনি কি জানেন দু’চামচ সরষের তেল ব্যবহার করলেই আপনার বাসনপত্র একেবারে ঝকঝকে হয়ে যেতে পারে? না, এই পদ্ধতিটি অনেকেরই অজানা। কাঁসার বাসন পত্রের গায়ে ভালো করে সরষের তেল মাখিয়ে দু’ঘণ্টার মধ্যে রেখে দিন। মাখানোর সময় অবশ্যই হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখাবেন। মাখাতে মাখাতে দেখবেন তখনই অর্ধেক কালো দাগ উঠে যাচ্ছে। এই পদ্ধতিটি একবার ব্যবহার করেই দেখুন। একেবারে ঝকঝকে বাসন হয়ে যাবে।

আরেকটি খুব সহজ পদ্ধতি ব্যবহার করলে আপনার বাসন একেবারে ঝকঝকে হয়ে যাবে। তার জন্য প্রয়োজন কিছুটা কাঁচা দুধ। একবাটি কাঁচা দুধের মধ্যে বাসনগুলো ডুবিয়ে রেখে দিন। অন্তত এক ঘন্টার মতো ভিজিয়ে রাখুন। দেখবেন বাসন কতটা ঝকঝকে হয়েছে।

বাসন ঝকঝকে করার জন্য এই দুটি ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। এই দুটি উপাদানই আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়।

Related Articles