করোনার হাত থেকে আপনার ছোট্ট সন্তানকে কীভাবে রক্ষা করবেন! রইল ১০ টি বিশেষ টিপস

করোনা ভাইরাস এর আবহে আপনার বাড়ির ছোট সদস্যটি কতটা সুরক্ষিত আপনি জানেন? তাকে সুরক্ষিত রাখতে মেনে চলুন কিছু বিশেষ নিয়ম-:

১) করোনার আবহে কি স্কুল বন্ধ কিন্তু অনেকেই টিউশন পড়াচ্ছেন। যদি আপনার সন্তানকে পড়তে পাঠান তাহলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে পাঠান।

২) মুখে মাস্ক, হাতে গ্লাভস, পরিয়ে পড়তে পাঠান।

৩) বাড়িতে থাকাকালীন এক দেড় ঘন্টা অন্তর অন্তর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করান।

৪) ঘরের মেঝে, বাথরুম, ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিন।

৫) জ্বর সর্দি-কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

৬) হাতের আঙ্গুল, হাত কনুই অব্দি ধোয়ানোর অভ্যাস করুন।

৭) প্রতিদিন একটা করে লেবুজাতীয় খাবার দিন।

৮) বাইরের খাবার থেকে এড়িয়ে চলুন।

৯) সারা দিনে তিন চারবার গরম জল খাওয়ান।

১০) নিজেরা অসুস্থ বোধ করলে সন্তানের থেকে দূরত্ব বজায় রাখুন। চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Comment