whatsapp channel

নতুন হেয়ার স্টাইলে স্বস্তিকাকে কটাক্ষ এক ইউজারের, যোগ্য জবাব দিলেন অভিনেত্রী

বয়স যে কখনোই লাইফ স্টাইলে ফ্যাক্টর করে না তা যখন তখন বুঝিয়ে দেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার পছন্দ সব সময়েই একটু ভিন্ন রকম। ফ্যাশন এর রুচিতে অনেক সময় হার…

Avatar

HoopHaap Digital Media

বয়স যে কখনোই লাইফ স্টাইলে ফ্যাক্টর করে না তা যখন তখন বুঝিয়ে দেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার পছন্দ সব সময়েই একটু ভিন্ন রকম। ফ্যাশন এর রুচিতে অনেক সময় হার মানিয়ে দেন অল্প বয়স্ক মডেলারদেরকেও। এই নিয়ে বিতর্কে জড়িয়েছেন বহুবার। তবু নিজের পছন্দ নিয়ে সর্বদাই একরোখা এই অভিনেত্রী।

গত ১৭ আগস্ট নিজের সম্প্রতি করা নতুন হেয়ার স্টাইলের ছবি পোস্ট করেন স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন,’আমার ওড়ার জন্য ডানার প্রয়োজন নেই, নেড়া মাথাই যথেষ্ট।’

এই পোস্টের পর থেকেই নেটিজেনদের এক অংশের সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কেউ সমালোচনা করে বলেন– আপনার আগের সুন্দর চুলই ভালো ছিল। কেউ কেউ সরাসরিই অভিনেত্রীকে খারাপ দেখতে লাগছে লেখেন। কারোর কারোর মন্তব্যের উত্তরও দেন স্বস্তিকা। স্বস্তিকাকে পোস্ট করতে দেখা যায়–‘খারাপটাও এখন স্টাইল। খারাপকেই উপভোগ করা যাক।’

অনেক নেটিজেন কটাক্ষ করতেও ছাড়েন নি এই নিয়ে। স্বস্তিকার কি ক্যানসার হয়েছে, এমন ট্রোলমাখা প্রশ্নেরও সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। উত্তরে অভিনেত্রী লেখেন–‘আমার আর কিছু বলার নেই। মানুষের চিন্তাধারা ভগবান মর্ত্যে নেমে এলেও পাল্টাতে পারবেন না।’

আবার স্বস্তিকার পক্ষেও আওয়াজ ওঠাতে দেখা যায় নেটিজেনদের অন্য অংশকে। একজন ক্যানসারের ট্রোলিং প্রসঙ্গে পাল্টা লেখেন–‘ছোটবেলায় ন্যাড়া হয়েছিলেন? চুল ছোট করিয়েছিল তো মাকে জিগেস করেছিলেন আপনার ক্যানসার আছে কি না?…’।

স্বস্তিকার চুলের স্টাইল নিয়ে যারা অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা বা ট্রোল করছেন, তাঁদের কড়া জবাবও দেন স্বস্তিকা। তিনি লেখেন,’আমার ক্যানসার নেই(প্রার্থনা করি যেন কখনো না হয়)। আমি ধূমপান করি না, কি ড্রাগও নিই না, পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়নি কখনো। এটা আমার মাথা, আমার চুল। এটা নিয়ে যা খুশি আমি করতে পারি। সব প্রশ্নের উত্তর পেয়েছেন? এবার শান্ত হন।’

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media