শ্রাবণ মাসে ভুল করেও এই ৫ টি কাজ করবেন না, ঘটতে পারে চরম বিপদ!
গোটা শ্রাবণ মাস জুড়ে এই নিয়মগুলো পালন করুন। না হলে সংসারে নেমে আসতে পারে ঘোরতর অমঙ্গল। জেনে নিন, শ্রাবণ মাসে কোন কাজগুলো করবেন না।
১) বেগুন যদি আপনার প্রিয় সবজি হয়ে থাকে তাহলে গোটা শ্রাবণ মাস ধরে আপনাকে বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। শিব পুরাণে বলা আছে, শ্রাবণ মাসে বেগুন ভক্ষণ নিষিদ্ধ। তবে শুধুমাত্র কুসংস্কার নয়, এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও। বৃষ্টিতে বেগুনের মতো সবজি প্রায় নষ্ট হয়ে যায়। সেই জন্যই এমন কথা বলা। এই মাসে কাঁচা দুধ পান করবেন না। তাতে শারীরিক ক্ষতি হতে পারে।
২) গোটা শ্রাবণ মাস জুড়ে কোন রকম শাক খাওয়া উচিত নয়। বর্ষাকালে সাধারণত পোকা দেখা যায়। হয়তো সেই কারণেই শিব পুরাণের গোটা শ্রাবণ মাসে শাক ভক্ষণ নিষিদ্ধ বলে ধরা হয়েছে।
৩) এই মাসে যারা ব্রত করছেন তাদের কখনোই মদ্যপান করা উচিত নয়। উপরন্তু গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ ভক্ষণ করুন। অন্তত শাস্ত্র তাই বলছে।
৪) গোটা শ্রাবণ মাস জুড়ে মাছেদের খেতে দিন। মাছেদের খেতে দেওয়ার সময় শিব পার্বতীকে মনে মনে স্মরণ করুন। এতে আপনার অর্থনৈতিক দুরবস্থা দূর হবে। তবে কোন মাছের ক্ষতি করার চেষ্টা করবেন না, কোনো সময় ভুলেও কোন সাপকে মারবেন না, তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোরতর বিপদ।
৫) গোটা শ্রাবণ মাস জুড়ে যদি খুব অসুবিধা না থাকে তাহলে পুরুষদের দাড়ি না কাটাই ভালো। যদি গোটা মাস ধরে নিরামিষ ভক্ষণ খেতে অসুবিধা হয়, তাহলে অন্তত সপ্তাহের প্রথম দিন সোমবার নিরামিষ আহার করুন। এতে মহাদেবের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে।