Hoop News
সীমান্তে ষড়যন্ত্রে লিপ্ত চীন, ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে লাদাখ সফরে প্রধানমন্ত্রী
হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সাথে দেখা করবেন মোদি
ইন্দো-চীন সংঘাতের মধ্যেই লাদাখে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেহ হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সাথে দেখা করেন তিনি। এদিন মোদির সাথে উপস্থিত ছিলেন বিপিন রাওয়াত। এছাড়া সেনাপ্রধান এমএম নারাভানেও আছেন। লে বিমানবন্দরে স্বাগত জানানো হয় মোদিকে। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখে আসার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে আজ ভোরবেলা মোদি লাদাখে পৌঁছলেন।
লাদাখের বর্তমান পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। লেহ হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সাথে দেখা করবেন মোদি। মূলত সেনাদের মনোবল বাড়াতে তিনি এই সফর করলেন।
গত ১৫ জুনের পর থেকে উত্তপ্ত লাদাখ। গালওয়ানে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘৰ্ষ বাঁধে। আর এর ফলে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন এবং ৭৬ জন আহত হয়েছেন। চীনাদের বিরুদ্ধে যাবার জন্য ভারত ৫৯ টি চীনা app নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।