Lifestyle: প্রতি মঙ্গলবার হনুমানজীর পুজো করলে যে সুফলগুলি পাবেন
হিন্দু শাস্ত্র অনুযায়ী, পরপর এগারোটি মঙ্গলবার যদি এই নিয়মগুলি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক বেশি সাফল্য আসবে। বর্তমানে বাজরংবালী বা হনুমানজির পূজা করার রীতি অনেকাংশে বেড়ে গেছে। ফল না পেলে মানুষ এই কাজ করে না। তাহলে বুঝতেই পারছেন বাজরংবালি কি মহিমা। তাই আর দেরি না করে চটজলদি দেখে ফেলুন। পরপর এগারোটি রবিবার আপনি ঠিক কি নিয়ম পালন করবেন।
১) আপনি যদি হনুমানজির পুজো করতে চান, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির মূর্তির সামনে একটি সরষের তেলের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে।
২) এরপরে আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা ভীষন জরুরী।
৩) এই দিন কোন রূপ আমিষ খাবার খাওয়া চলবে না। হনুমানজির পুজা যেদিন করবেন সেদিন আমিষ খাওয়ার ছোঁয়াও যাবে না।
৪) প্রতি মঙ্গলবার দিন ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড়ে আপনাকে ‘ও রাম দূতাও’ এই মন্ত্র আপনাকে ১০৮ বার জপ করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে অন্তত ২১ বার পাঠ করুন।
৫) বাড়ির প্রবেশদ্বার এর উপরে অবশ্যই একটি পঞ্চমুখী হনুমানের ছবি রাখবেন এবং প্রতিদিন ধুপ ধুনো দিয়ে পুজো করতে হবে।
প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করলে আপনি কর্মক্ষেত্রে বাধা কাটিয়ে সাফল্যের মুখ দেখতে পারবেন। এছাড়াও আপনার বাড়িতে যদি শনির প্রভাব বা কারোর কুদৃষ্টি পড়ে তাহলে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। এই সমস্ত কুপ্রভাব থেকে আপনাকে এবং আপনার জীবনকে রক্ষা করবে।