Hoop Story

৫০ বছর পর দেখা মিলল বিরল প্রজাতির রামধনু সাপের, দেখুন সেই ছবি

প্রায় ৫০ বছর পরে আবারো দেখা মিলল হারিয়ে যাওয়া রামধনু সাপের। গোটা সোশাল মিডিয়া জুড়ে সেই ছবি ভাইরাল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি হলো ‘রামধনু সাপ’ বা ‘রেইনবো সাপ’। আমেরিকার ফ্লোরিডার ওকলা ন্যাশনাল ফরেস্ট-এ এই সাপটিকে দেখা গেছে।

তবে শেষবার ফ্লোরিডার মারিয়ন কাউন্টিতে ১৯৬৯ সালে এই বিরল প্রজাতির রামধনু সাপ দেখা গিয়েছিল। এর আগে যে সাপটি দেখা গিয়েছিল তার সর্বোচ্চ উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি।

তবে সম্প্রতি যে সাপটি পাওয়া গেছে তার দৈর্ঘ্য ৩ ফুট ৬ ইঞ্চি। এই সাপ ছোট মাছ, জলজ প্রাণী খেয়ে থাকে। শুধু তাই নয়, এরা ইল মাছও খায়।

whatsapp logo